নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. সেলিম আহমেদের মৃত্যুতে যদি কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর (কুয়েট অধ্যাপক সেলিম আহমেদ) মৃত্যু অস্বাভাবিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্বাভাবিক হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৩০ নভেম্বর বিকেলের দিকে কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিমের মৃত্যু হয়। এরপরই অভিযোগ ওঠে, কিছু ছাত্রের লাঞ্ছনা ও অপদস্থের শিকার হয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ছাত্র ক্যাম্পাসের রাস্তায় অধ্যাপক সেলিম হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। পরে তাঁরা অধ্যাপককে অনুসরণ করেন। তাঁদেরসহ তড়িৎ প্রকৌশল ভবনে ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন অধ্যাপক সেলিম। প্রায় ৩০ মিনিট পর তাঁরা সেখান থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর অধ্যাপক সেলিম সেখান থেকে বের হয়ে বাসায় যান।
ওই শিক্ষকের স্ত্রী বলেন, বাসায় ফেরার পর সেলিম টয়লেটে যান। বের হতে দেরি হওয়ায় তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছেন তাঁর স্বামী। সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক সেলিমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৬তম (জরুরি) সভায় উত্থাপন করা হয়। সেখানে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের দায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
এরই মধ্যে কুয়েট বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছেড়েছেন। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. সেলিম আহমেদের মৃত্যুতে যদি কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর (কুয়েট অধ্যাপক সেলিম আহমেদ) মৃত্যু অস্বাভাবিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্বাভাবিক হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৩০ নভেম্বর বিকেলের দিকে কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিমের মৃত্যু হয়। এরপরই অভিযোগ ওঠে, কিছু ছাত্রের লাঞ্ছনা ও অপদস্থের শিকার হয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ছাত্র ক্যাম্পাসের রাস্তায় অধ্যাপক সেলিম হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। পরে তাঁরা অধ্যাপককে অনুসরণ করেন। তাঁদেরসহ তড়িৎ প্রকৌশল ভবনে ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন অধ্যাপক সেলিম। প্রায় ৩০ মিনিট পর তাঁরা সেখান থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর অধ্যাপক সেলিম সেখান থেকে বের হয়ে বাসায় যান।
ওই শিক্ষকের স্ত্রী বলেন, বাসায় ফেরার পর সেলিম টয়লেটে যান। বের হতে দেরি হওয়ায় তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছেন তাঁর স্বামী। সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক সেলিমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৬তম (জরুরি) সভায় উত্থাপন করা হয়। সেখানে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের দায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
এরই মধ্যে কুয়েট বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছেড়েছেন। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
২ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৪ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১২ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
১৪ মিনিট আগে