অনলাইন ডেস্ক
পুরান ঢাকার প্রাচীন স্থাপনা রূপলাল হাউস। ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে তখনকার প্রশস্ত বুড়িগঙ্গা। রূপলাল হাউসের ভেতরের আঙিনার ফুলে ভরা জারুলগাছ। আছে লাল দোতলা বাস। ‘কমলা রকেট’ নামের যাত্রীবাহী জাহাজ। শিল্পীর আঁকা এ রকম একগুচ্ছ ছবিতে উঠে এসেছে ঢাকার নানা ঐতিহ্য। রাজধানীর ভূমি গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পকর্মগুলো।
হারিয়ে যাওয়া আর হারাতে বসা ঢাকা নিয়েই শিল্পী আল-আখির সরকারের এই দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। নাম দেওয়া হয়েছে ‘শতবর্ষের ঢাকা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ার ভূমি গ্যালারিতে উদ্বোধন হলো ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর। যৌথভাবে শিল্পাঙ্গন আর ভূমি গ্যালারি আয়োজন করেছে এর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ‘দেখছি দর্শকেরা অনেকেই একটু নস্টালজিক (স্মৃতিভারাতুর) হয়ে যাচ্ছেন। মনে হচ্ছিল, একটু ভিন্নভাবে ঢাকাকে দেখা হয়েছে ছবিগুলোতে। শিল্পীরা অনেকভাবে ঢাকাকে এঁকেছেন। ঢাকার সঙ্গে শিল্পীদের যে মিথস্ক্রিয়া, সেটা আর্ট স্কুলের যুগ থেকেই ছিল। তবে কলকাতা নিয়ে যত রকম শিল্পকলা দেখি, ঢাকা নিয়ে তা দেখি না।... ঢাকাকে আমরা নষ্ট করে ফেলেছি, আখিরের ছবিতে সে বেদনাটা আছে।’
বিশেষ অতিথি স্থপতি মুস্তাফা খালিদ পলাশ বলেন, ‘আজকে যে ঢাকা দেখি, সেটা স্বার্থের ফসল। এটা বাজার অর্থনীতির ফল। আখিরের ছবিতে যেগুলো উঠে এসেছে, সেগুলো এখনো কতটুকু টিকে আছে, জানি না। এখন সবকিছু অর্থনৈতিক দিক দিয়ে হিসাব করা হয়, যেন শিল্প-সংস্কৃতির কোনো দরকার নেই।’
শিল্পী আল আখির সরকার বলেন, তিনি তরুণ বয়সে ঢাকায় বসবাস শুরু করেছিলেন। তখন থেকেই তাঁর মনের পটে তৈরি হয়েছে এ শহরের এক নিজস্ব, বিবর্তনশীল ছায়াচিত্র। শিল্পী বলেন, ‘আমাদের যে ইতিহাস, সেটা তরুণেরা জানুক। আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করুক।’
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পী আখির সরকার ঢাকা শহর নিয়ে তাঁর চিত্রসম্ভার উৎসর্গ করেছেন শিল্পাঙ্গনের স্রষ্টা ফয়েজ আহমদের প্রতি।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাঙ্গনের পক্ষে রুমি নোমান এবং ভূমি গ্যালারির সাইফুর রহমান লেনিনসহ আরও উপস্থিত ছিলেন দেশের নবীন-তরুণ চিত্রশিল্পী ও শিল্পপ্রেমীরা। ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
পুরান ঢাকার প্রাচীন স্থাপনা রূপলাল হাউস। ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে তখনকার প্রশস্ত বুড়িগঙ্গা। রূপলাল হাউসের ভেতরের আঙিনার ফুলে ভরা জারুলগাছ। আছে লাল দোতলা বাস। ‘কমলা রকেট’ নামের যাত্রীবাহী জাহাজ। শিল্পীর আঁকা এ রকম একগুচ্ছ ছবিতে উঠে এসেছে ঢাকার নানা ঐতিহ্য। রাজধানীর ভূমি গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পকর্মগুলো।
হারিয়ে যাওয়া আর হারাতে বসা ঢাকা নিয়েই শিল্পী আল-আখির সরকারের এই দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। নাম দেওয়া হয়েছে ‘শতবর্ষের ঢাকা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ার ভূমি গ্যালারিতে উদ্বোধন হলো ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর। যৌথভাবে শিল্পাঙ্গন আর ভূমি গ্যালারি আয়োজন করেছে এর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ‘দেখছি দর্শকেরা অনেকেই একটু নস্টালজিক (স্মৃতিভারাতুর) হয়ে যাচ্ছেন। মনে হচ্ছিল, একটু ভিন্নভাবে ঢাকাকে দেখা হয়েছে ছবিগুলোতে। শিল্পীরা অনেকভাবে ঢাকাকে এঁকেছেন। ঢাকার সঙ্গে শিল্পীদের যে মিথস্ক্রিয়া, সেটা আর্ট স্কুলের যুগ থেকেই ছিল। তবে কলকাতা নিয়ে যত রকম শিল্পকলা দেখি, ঢাকা নিয়ে তা দেখি না।... ঢাকাকে আমরা নষ্ট করে ফেলেছি, আখিরের ছবিতে সে বেদনাটা আছে।’
বিশেষ অতিথি স্থপতি মুস্তাফা খালিদ পলাশ বলেন, ‘আজকে যে ঢাকা দেখি, সেটা স্বার্থের ফসল। এটা বাজার অর্থনীতির ফল। আখিরের ছবিতে যেগুলো উঠে এসেছে, সেগুলো এখনো কতটুকু টিকে আছে, জানি না। এখন সবকিছু অর্থনৈতিক দিক দিয়ে হিসাব করা হয়, যেন শিল্প-সংস্কৃতির কোনো দরকার নেই।’
শিল্পী আল আখির সরকার বলেন, তিনি তরুণ বয়সে ঢাকায় বসবাস শুরু করেছিলেন। তখন থেকেই তাঁর মনের পটে তৈরি হয়েছে এ শহরের এক নিজস্ব, বিবর্তনশীল ছায়াচিত্র। শিল্পী বলেন, ‘আমাদের যে ইতিহাস, সেটা তরুণেরা জানুক। আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করুক।’
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পী আখির সরকার ঢাকা শহর নিয়ে তাঁর চিত্রসম্ভার উৎসর্গ করেছেন শিল্পাঙ্গনের স্রষ্টা ফয়েজ আহমদের প্রতি।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাঙ্গনের পক্ষে রুমি নোমান এবং ভূমি গ্যালারির সাইফুর রহমান লেনিনসহ আরও উপস্থিত ছিলেন দেশের নবীন-তরুণ চিত্রশিল্পী ও শিল্পপ্রেমীরা। ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩৮ মিনিট আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
৪২ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগেকক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
১ ঘণ্টা আগে