জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক মো. নজরুল ইসলামের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় অভিযুক্ত চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক নেতারা।
আজ রোববার বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর সাড়ে ১২টায় শিক্ষক সমিতির ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুতফর রহমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘কোনো শিক্ষককে নির্যাতন করা হলে আমরা বসে থাকব না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষকের মর্যাদাকে সমুন্নত রাখতে হবে।’ এ ছাড়া এই ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদসহ সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুল অদুদ বলেন, ‘অধ্যাপক নজরুল ইসলামের ওপর যে ন্যক্কারজনক হামলা করা হয়েছে তা দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর বিগত সময়ে হয়েছে বলে আমার জানা নেই। আমার বিভাগের সহকর্মীর ওপর হামলার এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক নজরুল ইসলাম খুলনার কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে দায়িত্ব পালনকালে স্থানীয় চেয়ারম্যান এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ্ আল মাহমুদ কর্তৃক হামলার শিকার হন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেয়াড়া গ্রামের মহারাজপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের বাড়িসংলগ্ন রাস্তার ওপর এ ঘটনা ঘটে। গত ৬ মে লিখিত প্রতিবাদলিপিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন জবি শিক্ষক সমিতি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক মো. নজরুল ইসলামের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় অভিযুক্ত চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক নেতারা।
আজ রোববার বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর সাড়ে ১২টায় শিক্ষক সমিতির ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুতফর রহমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘কোনো শিক্ষককে নির্যাতন করা হলে আমরা বসে থাকব না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষকের মর্যাদাকে সমুন্নত রাখতে হবে।’ এ ছাড়া এই ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদসহ সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুল অদুদ বলেন, ‘অধ্যাপক নজরুল ইসলামের ওপর যে ন্যক্কারজনক হামলা করা হয়েছে তা দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর বিগত সময়ে হয়েছে বলে আমার জানা নেই। আমার বিভাগের সহকর্মীর ওপর হামলার এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক নজরুল ইসলাম খুলনার কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে দায়িত্ব পালনকালে স্থানীয় চেয়ারম্যান এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ্ আল মাহমুদ কর্তৃক হামলার শিকার হন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেয়াড়া গ্রামের মহারাজপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের বাড়িসংলগ্ন রাস্তার ওপর এ ঘটনা ঘটে। গত ৬ মে লিখিত প্রতিবাদলিপিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন জবি শিক্ষক সমিতি।
নাটোরের লালপুরে পদ্মার শাখানদীতে স্পিডবোটে এসে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১৩ মিনিট আগেঢাকায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রিয়ার স্বামীর বাড়ি যায়। সেখানে তারা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়। এ সময় বিমানবাহিনীর সদস্যরা নিহত ব্যক্তির কবরের পাশে গিয়ে গার্ড অব...
২৩ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তরুণদের নেতৃত্ব ও তাদের ক্ষমতায় আনতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানে যে রকম দেশের মানুষদের হতাশ করেনি ছাত্র-জনতা, ঠিক তেমনি আগামী বাংলাদেশের মানুষদেরও হতাশ করবে না।’
৩০ মিনিট আগেকারণ দর্শানোর নোটিশপ্রাপ্তরা হলেন ইউনিটেক্স স্টিলের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ কায়সার, পরিচালক বেলাল আহমেদ (এস আলমের জামাতা), পরিচালক মাইমুনা খানম (এস আলমের মেয়ে), পরিচালক মো. মোহাইমিনুল ইসলাম চৌধুরী, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, ছেলে
৩৫ মিনিট আগে