Ajker Patrika

বেশি দুর্যোগপ্রবণ এলাকায় বরাদ্দ বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুন ২০২২, ২০: ০২
বেশি দুর্যোগপ্রবণ এলাকায় বরাদ্দ বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির

দুর্যোগে ত্রাণ বরাদ্দের ক্ষেত্রে সমহার-নীতি অনুসরণের পরিবর্তে প্রয়োজনকে প্রাধান্য দিয়ে বেশি দুর্যোগপ্রবণ এলাকায় বেশি পরিমাণে বরাদ্দ রাখার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বৈঠকে সুনামগঞ্জ ও সিলেট এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়। বন্যা-প্লাবিত জেলাগুলোতে বন্যা-পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় নিরাপদ পানি নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক টিউবওয়েল, ঘরবাড়ি মেরামতের টিন, স্কুলঘর মেরামত, পানিবাহিত রোগবালাইরোধে ওষুধপথ্য সরবরাহের সুপারিশ করা হয়। 

বন্যাকবলিত জনগণের মধ্যে কী পরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে, মানুষের কষ্ট লাঘবে আরও কী পরিমাণ সাহায্য প্রয়োজন, বন্যাদুর্গতদের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং বন্যা-পরবর্তী দুর্যোগ কাটিয়ে উঠতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণে সংসদীয় কমিটির জন্য সরেজমিনে পরিদর্শন করবে সংসদীয় কমিটি। আগামী শনিবার কমিটি বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত