Ajker Patrika

৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

ঢাবি সংবাদদাতা
৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি। ছবি: আজকের পত্রিকা
৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় কুয়েট ক্যাম্পাসকে ‘অনিরাপদ’ অভিযোগ করে তাঁরা বাড়ি চলে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ রোববার বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীদের ৪ সদস্যদের একটি প্রতিনিধি দল।

কুয়েট শিক্ষার্থী মাহফুজ আরিফ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের স্মারকলিপি দিয়েছি। সেখানে প্রধান উপদেষ্টার একান্ত সচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং দাবিগুলোর প্রেক্ষিতে পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন।’

আরিফ বলেন, ‘আমাদের দাবিগুলো মেনে না নিলে আমরা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করব। আপাতত ক্যাম্পাস অনিরাপদ হওয়ায় আমাদের শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে চলে যাবে।’

এর আগে দুপুর ২টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন কুয়েটের ৮৪ জন শিক্ষার্থীর একটি দল। সম্প্রতি ছাত্রদল ও শিক্ষার্থীদের সংঘর্ষ পরবর্তী সময়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিরাপদ মনে না করায় ছয় দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান নেন তারা।

এ বিষয়ে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি আমাদের শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালিয়েছে ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি হামলার চার দিন হয়ে গেলেও সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে আমরা কুয়েট ক্যাম্পাসকে অনিরাপদ মনে করছি। এ জন্যই আজকে আমরা ঢাকায় আসতে বাধ্য হয়েছি।’

দাবির বিষয়ে তারা বলেন, আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে–উপাচার্য, উপউপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদে নতুন নিয়োগ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার, হামলায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

এ সময় শিক্ষার্থীদের হাতে- ‘নিরাপত্তা দিতে পারে না, এমন ভিসি মানি না’, ‘নতুন ভিসি নিয়োগ চাই’, ছাত্র-রাজনীতির দালালেরা-হুঁশিয়ার সাবধান’, ‘বকুল ফুল বকুল ফুল- ভিসি তুমি করছো ভুল’ সংবলিত নানা প্ল্যাকার্ড দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত