নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহ ও যশোরের ২২ আসামির বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে ৮৪ ও ৮৫তম প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কো-অর্ডিনেটর মো. সানাউল হক।
৮৪তম প্রতিবেদনে যশোরের বাঘারপাড়া ও কোতোয়ালি থানা এলাকায় মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় ১৫ আসামির বিরুদ্ধে। এর মধ্যে ডা. লুৎফর রহমান (৭১), খয়বার রহমান (৭০), নুরুল ইসলাম (৬৮), আবুল হোসেন বিশ্বাস (৬৮), আবু বকর (৬৯) ও হোসেন আলী মোল্লা (৭২) গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর বাকি ৯ আসামি এখনো পলাতক।
গ্রেপ্তার হওয়া আসামিরা সবাই মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সমর্থক ছিলেন। আর বর্তমানে হোসেন আলী জাতীয় পার্টি এবং বাকিরা বিএনপির সমর্থক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ৮৫তম প্রতিবেদনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও কোতোয়ালি এবং নেত্রকোনার কেন্দুয়া এলাকায় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয় সাত আসামির বিরুদ্ধে। এই মামলায় সাত আসামির মধ্যে শহিদুল্লাহ ফকির (৭৩), হাবিবুর রহমান ওরফে মেনু মিয়া (৮০) এবং আব্দুল হান্নান ওরফে হান্নান মুন্সি (৭০) গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর চার আসামি এখনো পলাতক। গ্রেপ্তার হওয়া আসামিরা মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সমর্থক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহ ও যশোরের ২২ আসামির বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে ৮৪ ও ৮৫তম প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কো-অর্ডিনেটর মো. সানাউল হক।
৮৪তম প্রতিবেদনে যশোরের বাঘারপাড়া ও কোতোয়ালি থানা এলাকায় মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় ১৫ আসামির বিরুদ্ধে। এর মধ্যে ডা. লুৎফর রহমান (৭১), খয়বার রহমান (৭০), নুরুল ইসলাম (৬৮), আবুল হোসেন বিশ্বাস (৬৮), আবু বকর (৬৯) ও হোসেন আলী মোল্লা (৭২) গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর বাকি ৯ আসামি এখনো পলাতক।
গ্রেপ্তার হওয়া আসামিরা সবাই মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সমর্থক ছিলেন। আর বর্তমানে হোসেন আলী জাতীয় পার্টি এবং বাকিরা বিএনপির সমর্থক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ৮৫তম প্রতিবেদনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও কোতোয়ালি এবং নেত্রকোনার কেন্দুয়া এলাকায় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয় সাত আসামির বিরুদ্ধে। এই মামলায় সাত আসামির মধ্যে শহিদুল্লাহ ফকির (৭৩), হাবিবুর রহমান ওরফে মেনু মিয়া (৮০) এবং আব্দুল হান্নান ওরফে হান্নান মুন্সি (৭০) গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর চার আসামি এখনো পলাতক। গ্রেপ্তার হওয়া আসামিরা মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সমর্থক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যশোরের চৌগাছায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বুধবার (৭ মে) বিকেলে সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী।
১ মিনিট আগেফরিদপুরে দেড়লাখ টাকায় বিক্রি করা ৮ মাসের শিশু তানহাকে উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। আদালতের আদেশে ওই শিশুর মাকে নিয়ে আজ বুধবার নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নে কুবাত শেখের বাড়িতে এই অভিযান চালানো হয়।
৮ মিনিট আগেরাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে আফতাব আহমেদ আবির (২০) নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) অন্তর্ভুক্ত শ্রমিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠছে। টাকা না পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা এমন কাজটি করছেন বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
৩২ মিনিট আগে