নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য তারিখ ছিল আজ সোমবার। তবে আগামীকাল মঙ্গলবার নতুন দিন ধার্য করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩৫ এ আজ এই মামলার সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক শুভ্রা চক্রবর্তী আগামীকাল দিন ধার্য করেছেন।
মামলার বিচার চলছে ধীর গতিতে, এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক আজকের পত্রিকায় সম্প্রতি ছাপা হয়। এরপর মামলার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু আজকের পত্রিকাকে বলেন, মামলাটি আগে থেকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছিল। এখন দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চলছে।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা এই মামলার তদন্ত শেষ হতে লাগে আড়াই বছর। অভিযোগ পত্র দেওয়ার পর নয় ছাত্রলীগ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এক বছরেরও বেশি সময় পর। আর গত দেড় বছরের বেশি সময় ধরে ১৯ জন সাক্ষীর মাত্র ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলার নথি থেকে দেখা যায়, অভিযোগ গঠনের প্রায় এক বছর পর এ বছর ২৮ মার্চ মামলার বাদী ড. বদিউল আলম মজুমদার সাক্ষ্য দেন। এরপর ২৩ আগস্ট একজন ১৩ অক্টোবর ২ জন এবং গত ৪ ডিসেম্বর দুজন সাক্ষ্য দেন। সমস্ত সাক্ষীদের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
২০১৮ সালের ৪ আগস্ট মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নয়জনের বিরুদ্ধে ২০২১ সালে ২৯ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. আব্দুর রউফ এই অভিযোগ পত্র দাখিল করেন।
স্থানীয় ছাত্রলীগের নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, শহিদুল আলম খান, তানহা ওরফে মুজাহিদ, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম ও মো. সিয়াম ও অলি আহমেদের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়। অভিযোগ পত্র দাখিল পর্যন্ত নয় আসামি পলাতক ছিলেন। পরে তারা বিভিন্ন তারিখে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান।
মামলার এজাহার অনুসারে, ২০১৮ সালের ৪ আগস্ট তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন। নৈশভোজ শেষে বার্নিকাট রাত ১১টার দিকে ফেরার পথে অজ্ঞাত ৩০-৪০ জন সশস্ত্র ব্যক্তি তাঁর গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরকে ধাওয়া দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। তাঁরা পিস্তল ও লাঠিসোঁটা বহন করছিল। বদিউল আলম মজুমদারের বাসায় হামলা করে বাসার ভেতরে ঢোকার চেষ্টা করে। এ ঘটনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ঘটনার ৬ দিন পর ১০ আগস্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য তারিখ ছিল আজ সোমবার। তবে আগামীকাল মঙ্গলবার নতুন দিন ধার্য করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩৫ এ আজ এই মামলার সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক শুভ্রা চক্রবর্তী আগামীকাল দিন ধার্য করেছেন।
মামলার বিচার চলছে ধীর গতিতে, এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক আজকের পত্রিকায় সম্প্রতি ছাপা হয়। এরপর মামলার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু আজকের পত্রিকাকে বলেন, মামলাটি আগে থেকেই গুরুত্ব সহকারে দেখা হচ্ছিল। এখন দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চলছে।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা এই মামলার তদন্ত শেষ হতে লাগে আড়াই বছর। অভিযোগ পত্র দেওয়ার পর নয় ছাত্রলীগ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এক বছরেরও বেশি সময় পর। আর গত দেড় বছরের বেশি সময় ধরে ১৯ জন সাক্ষীর মাত্র ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলার নথি থেকে দেখা যায়, অভিযোগ গঠনের প্রায় এক বছর পর এ বছর ২৮ মার্চ মামলার বাদী ড. বদিউল আলম মজুমদার সাক্ষ্য দেন। এরপর ২৩ আগস্ট একজন ১৩ অক্টোবর ২ জন এবং গত ৪ ডিসেম্বর দুজন সাক্ষ্য দেন। সমস্ত সাক্ষীদের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
২০১৮ সালের ৪ আগস্ট মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নয়জনের বিরুদ্ধে ২০২১ সালে ২৯ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. আব্দুর রউফ এই অভিযোগ পত্র দাখিল করেন।
স্থানীয় ছাত্রলীগের নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, শহিদুল আলম খান, তানহা ওরফে মুজাহিদ, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম ও মো. সিয়াম ও অলি আহমেদের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়। অভিযোগ পত্র দাখিল পর্যন্ত নয় আসামি পলাতক ছিলেন। পরে তারা বিভিন্ন তারিখে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান।
মামলার এজাহার অনুসারে, ২০১৮ সালের ৪ আগস্ট তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন। নৈশভোজ শেষে বার্নিকাট রাত ১১টার দিকে ফেরার পথে অজ্ঞাত ৩০-৪০ জন সশস্ত্র ব্যক্তি তাঁর গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরকে ধাওয়া দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। তাঁরা পিস্তল ও লাঠিসোঁটা বহন করছিল। বদিউল আলম মজুমদারের বাসায় হামলা করে বাসার ভেতরে ঢোকার চেষ্টা করে। এ ঘটনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ঘটনার ৬ দিন পর ১০ আগস্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
২ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
২ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
২ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
২ ঘণ্টা আগে