মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়েছেন মিজান কাজী (৪০) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ গ্রামের ওই ঘটনায় আহত মিজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার কাজী এনায়েত হোসেনের ছেলে।
পুলিশ ও মিজানের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার প্রথম রোজার ইফতারের পর গ্রামের একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন মিজান। নামাজ শেষে মসজিদের সামনে কিশোরদের দুই পক্ষে হট্টগোল বাধে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন মিজান। এ সময় ওই এলাকার ফজল চৌধুরীর ছেলে ড্যানি চৌধুরী টেঁটা দিয়ে পেছন থেকে মিজানকে আঘাত করেন। তাতে স্থানীয়রা এগিয়ে এলে ওরা পালিয়ে যায়। পরে টেঁটাবিদ্ধ মিজানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মিজান কাজী বলেন, ‘ড্যানি চৌধুরী আমাকে পেছন থেকে টেঁটা দিয়ে আঘাত করেছে। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালমান চৌধুরী বলেন, টেঁটাবিদ্ধ ওই যুবক হাসপাতালে ভর্তি আছেন। তাঁর পিঠে আঘাত করা হয়েছে।
ঘটনার পর থেকে ড্যানি চৌধুরী পলাতক রয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় দুটি পক্ষ প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মারামারি করে। মিজান নামের একজনকে জখম করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মাদারীপুরে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়েছেন মিজান কাজী (৪০) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ গ্রামের ওই ঘটনায় আহত মিজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার কাজী এনায়েত হোসেনের ছেলে।
পুলিশ ও মিজানের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার প্রথম রোজার ইফতারের পর গ্রামের একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন মিজান। নামাজ শেষে মসজিদের সামনে কিশোরদের দুই পক্ষে হট্টগোল বাধে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন মিজান। এ সময় ওই এলাকার ফজল চৌধুরীর ছেলে ড্যানি চৌধুরী টেঁটা দিয়ে পেছন থেকে মিজানকে আঘাত করেন। তাতে স্থানীয়রা এগিয়ে এলে ওরা পালিয়ে যায়। পরে টেঁটাবিদ্ধ মিজানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মিজান কাজী বলেন, ‘ড্যানি চৌধুরী আমাকে পেছন থেকে টেঁটা দিয়ে আঘাত করেছে। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালমান চৌধুরী বলেন, টেঁটাবিদ্ধ ওই যুবক হাসপাতালে ভর্তি আছেন। তাঁর পিঠে আঘাত করা হয়েছে।
ঘটনার পর থেকে ড্যানি চৌধুরী পলাতক রয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় দুটি পক্ষ প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মারামারি করে। মিজান নামের একজনকে জখম করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রাঙামাটি শহরের একটি বাসা থেকে মহিমা ইসলাম ঊর্মি (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রায়হান চৌধুরীর স্ত্রী। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের আলম ডক ইয়ার্ডের ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগেরাজধানীর ওয়ারীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
১ ঘণ্টা আগেফরিদপুরের বোয়ালমারীতে সীমানাপ্রাচীরের ওপরই বহুতল স্কুল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী তিনটি পরিবার। ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।
৭ ঘণ্টা আগেপাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খয়েরচর পর্যন্ত ২০১৮ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ১১ কিলোমিটার একটি জাতীয় মহাসড়ক তৈরি করে। লক্ষ্য ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নৌপথের দূরত্ব কমানো। সড়কটি তৈরিতে ব্যয় হয় ৯৮ কোটি টাকা। এরপর দফায় দফায় প্রকল্পের নকশা পরিবর্তন ও ব্যয় বৃদ্ধি হয়।
৭ ঘণ্টা আগে