Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের পাইপ লিকেজ থেকে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডে তিন গার্মেন্টকর্মী দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানা সংলগ্ন আদনান টাওয়ার ৭ম তলা ভবনের ৪র্থ তলায় বিকেল সাড়ে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে। 

দগ্ধরা হলেন, পারভেজ (২৮) ৯৯ শতাংশ, মামুন (২৭) ৯৯ শতাংশ ও জীবন (২০) ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, কারও অবস্থাই ভালো না। 

দগ্ধদের সহকর্মী রিয়াজ জানিয়েছেন, দগ্ধরা সকলেই ইপিজেড এ অনন্ত অ্যাপারেলস নামক একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। এদের মধ্যে পারভেজ ছিলেন ওই গার্মেন্টসের সুপারভাইজার, জীবন অপারেটর ও মামুন হেলপার হিসেবে  কর্মরত। তাঁরা আদনান টাওয়ারে মেস হিসেবে  ভাড়া থাকেন। 

দগ্ধ জীবনের বরাত দিয়ে তিনি বলেন, দগ্ধরা রুমে ছিলেন।  কিছু বোঝার আগেই হঠাৎ করে আগুন লেগে যায়। ততক্ষণে তাঁরা পুড়ে যান। পরে আমরা তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, আদমজী কদমতলী এলাকায় গ্যাসের পাইপ লিকেজ থেকে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে কয়েকজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত