Ajker Patrika

কোটা আন্দোলন: নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে আরও ১১৫ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
কোটা আন্দোলন: নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে আরও ১১৫ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০৯ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের পাঁচ থানায় করা নয়টি মামলায় প্রায় সাড়ে ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে থানাগুলোতে আরও মামলা করার আগাম বার্তা দেন তিনি। ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের ধরতে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

গোলাম মোস্তফা রাসেল বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে সাতজন স্বীকার করেছেন যে, তাঁরা নাশকতার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা জানিয়েছেন, ফতুল্লা থানা যুবদল নেতা মামুন ও জামায়াত নেতা মাসুদ মেম্বারের নেতৃত্বে নাশকতা চালানো হয়েছে। তাঁদের নির্দেশদাতা ছিলেন জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর ইকবাল হোসেন, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি ও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল।

পুলিশ সুপার আরও বলেন, ‘আমাদের অভিযান চলছে। নাশকতা চালানো বিএনপি ও জামায়াত নেতাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে। সাধারণ শিক্ষার্থীরা নাশকতার সঙ্গে ছিল না। তাদের ব্যবহার করা হয়েছে। কিছু লোককে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। তারা টাকা দিয়ে লোক এনেছে ধ্বংসযজ্ঞ বাড়ানোর জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত