Ajker Patrika

নালায় ফোঁটা পদ্মফুল নজর কাড়ছে সবার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নালায় ফোঁটা পদ্মফুল নজর কাড়ছে সবার

গোলাপি রঙের শতাধিক পদ্ম ফুটেছে। শিশির ভেজা ফুটন্ত পদ্মফুলগুলো যেন সজিব, প্রাণবন্ত। ভেজা, স্নিগ্ধ এসব পদ্মগুলো গ্রামীণ জনপদের শীতের আবহকে কয়েকগুণ বাড়িয়ে তুলছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করছে। 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিজলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত তাহের উদ্দিন মাস্টারের বাড়ির পাশে এক নালায় গোলাপি বর্ণের এসব পদ্মফুল ফুটেছে। গত কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বাড়ছে ফুলের সংখ্যা। নালার পাশ দিয়ে একটি গ্রামীণ রাস্তা বয়ে গেছে। ওই রাস্তাটি পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের ডানপাশে মরুরা ইকু সেন্টার থেকে শুরু হয়ে হিজলিয়া আবদুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মির্জাপুর-তারাকান্দি সড়কে গিয়ে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করে থাকেন। এ সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনের নজর কাড়ছে নালায় ফোঁটা পদ্মফুল। কেউ কেউ দাঁড়িয়ে মুঠোফোনে ছবি তুলে রাখছেন। কেউবা আবার সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। 

মুহিবুল্লাহ নাম এক পথচারী বলেন, প্রতিদিন এই পথ দিয়ে চলাফেরা করি। যখনই এই জায়গাটিতে আসি ক্ষণিকের জন্য হলেও দাঁড়িয়ে থাকি। নালায় ফোঁটা পদ্মফুলগুলোর সৌন্দর্য উপভোগ করি। প্রাকৃতিক সৌন্দর্যের এই মুহূর্তটা বেশ উপভোগ করি। গোলাপি বর্ণের এই ফুল যে কারও নজর কাড়বে। স্মৃতি ধরে রাখার জন্য মুঠোফোনে ছবি তুলে রেখেছি। 

নালার মালিক তাহের উদ্দিন মাস্টার বলেন, এ নালায় আমি দেশীয় মাছ চাষ করতাম। গত ২-৩ বছর ধরে গোলাপি রঙের পদ্ম ফুল ফুটছে। ফুলগুলোর বেশ সৌন্দর্য ছড়ায়। নিজের কাছেও বেশ ভালো লাগে। তাই এগুলো তোলা হয় না। দিনদিন পদ্ম ফুলের সংখ্যা বাড়ছে। সড়ক দিয়ে যাতায়াতকারি লোকজন এ ফুলের সৌন্দর্য দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উপভোগ করছেন। কেউবা আবার সেলফি কিংবা ছবি তুলছেন। বিষয়টি আমার কাছে বেশ ভালো লাগে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত