শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে এক নারী পোশাক শ্রমিককে ফেলে পিষে হত্যার অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত চালকের বিরুদ্ধে।
আজ রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মেঘনা সাইকেল ফ্যাক্টির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী পোশাক শ্রমিকের নাম চম্পা (৩২)। বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামে। তিনি শ্রীপুর পৌর এলাকার স্থানীয় হ্যামস্ নামক একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘জড়িত বাসকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বাসটিকে শনাক্ত করা গেলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। আমরা নারীর মরদেহ এখনো পাইনি। শুনেছি একজন নারীকে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে আর তার স্বজনরা লাশ নিয়ে গেছে।’
নিহতের ভাতিজা মো. সুমন মিয়া বলেন, কাকী নিজের বাসা থেকে নয়নপুরে কাকীর ছোটবোন লাভনীর বাসা নয়নপুর যান দেখা করতে। দেখা করে নয়নপুর থেকে বাসায় ফেরার পথে নয়নপুর বাসস্ট্যান্ড থেকে তাকওয়া পরিবহনের একটি বাসে উঠে। এর কিছুক্ষণ পর কাকীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি চলন্ত বাস থেকে তাকে ফেলে চাপা দিয়ে মেরেছে।
প্রত্যক্ষদর্শী বালুবাহী শ্রমিক জালাল উদ্দিন বলেন, আমরা কয়েকজন শ্রমিক রাস্তার পাশে বসে ছিলাম। হঠাৎ করে একটি বিকট শব্দ শুনে বাসের সামনে দৌড়ে গিয়ে দেখি এক নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এসময় দ্রুত বাসটি চলে যায়। এরপর ওই নারীকে অটোরিকশা যোগে দ্রুত মাওনা চৌরাস্তা এলাকার আলহেরা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার কোনো স্বজন না থাকায় হাসপাতালের চিকিৎসক চিকিৎসা করেনি। এর পাঁচ মিনিট পর তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নারীকে বাস থেকে চাপা দেওয়ার বিষয়টি আমিসহ বেশ কয়েকজন দেখেছি। এ সময় বাসের ভেতর চেঁচামেচির আওয়াজ আসছিলো।
শ্রমিক মৃত্যু পরপরই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেশ কয়েকটি তাকওয়া পরিবহনের বাস ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বেশ কয়েকটি তাকওয়া বাস আটক করে স্থানীয়রা। ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায় বাসটি। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে এক নারী পোশাক শ্রমিককে ফেলে পিষে হত্যার অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত চালকের বিরুদ্ধে।
আজ রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার মেঘনা সাইকেল ফ্যাক্টির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী পোশাক শ্রমিকের নাম চম্পা (৩২)। বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামে। তিনি শ্রীপুর পৌর এলাকার স্থানীয় হ্যামস্ নামক একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘জড়িত বাসকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বাসটিকে শনাক্ত করা গেলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। আমরা নারীর মরদেহ এখনো পাইনি। শুনেছি একজন নারীকে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে আর তার স্বজনরা লাশ নিয়ে গেছে।’
নিহতের ভাতিজা মো. সুমন মিয়া বলেন, কাকী নিজের বাসা থেকে নয়নপুরে কাকীর ছোটবোন লাভনীর বাসা নয়নপুর যান দেখা করতে। দেখা করে নয়নপুর থেকে বাসায় ফেরার পথে নয়নপুর বাসস্ট্যান্ড থেকে তাকওয়া পরিবহনের একটি বাসে উঠে। এর কিছুক্ষণ পর কাকীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি চলন্ত বাস থেকে তাকে ফেলে চাপা দিয়ে মেরেছে।
প্রত্যক্ষদর্শী বালুবাহী শ্রমিক জালাল উদ্দিন বলেন, আমরা কয়েকজন শ্রমিক রাস্তার পাশে বসে ছিলাম। হঠাৎ করে একটি বিকট শব্দ শুনে বাসের সামনে দৌড়ে গিয়ে দেখি এক নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এসময় দ্রুত বাসটি চলে যায়। এরপর ওই নারীকে অটোরিকশা যোগে দ্রুত মাওনা চৌরাস্তা এলাকার আলহেরা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার কোনো স্বজন না থাকায় হাসপাতালের চিকিৎসক চিকিৎসা করেনি। এর পাঁচ মিনিট পর তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নারীকে বাস থেকে চাপা দেওয়ার বিষয়টি আমিসহ বেশ কয়েকজন দেখেছি। এ সময় বাসের ভেতর চেঁচামেচির আওয়াজ আসছিলো।
শ্রমিক মৃত্যু পরপরই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেশ কয়েকটি তাকওয়া পরিবহনের বাস ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বেশ কয়েকটি তাকওয়া বাস আটক করে স্থানীয়রা। ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যায় বাসটি। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
বিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৪ মিনিট আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
১০ মিনিট আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১৭ মিনিট আগেসুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছে তারা। আতঙ্কে অনেকে পেশা ত্যাগ করছেন। অনেকে আবার কঠোর প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন।
২৪ মিনিট আগে