Ajker Patrika

ঘিওরে শ্বশুর হত্যা মামলায় জামাতা গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
শ্বশুর হত্যা মামলার প্রধান আসামি জামাতা মো. মামুন মিয়া। ছবি: সংগৃহীত
শ্বশুর হত্যা মামলার প্রধান আসামি জামাতা মো. মামুন মিয়া। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে আলোচিত শ্বশুর আব্দুল হালিম হত্যা মামলার প্রধান আসামি জামাতা মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘিওর থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। একইদিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, গত ২৩ অক্টোবর উপজেলার মাশাইল গ্ৰামের রিজিয়া বেগম বাদী হয়ে ঘিওর থানায় তাঁর স্বামীর হত্যার মামলা দায়ের করেন।

নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তাঁর মেয়ে বীথি আক্তারের স্বামী মো. মামুন। তবে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল।

গত ২২ অক্টোবর রাতে আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুন্দুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিরোধের জেরে মো. মামুন মিয়া (৩০) ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে হালিমকে কাঠের বাটাম দিয়া মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আসামির বিরুদ্ধে বাদীনি থানায় এসে এজাহার দায়ের করেন। মামলা রুজুর পর আসামিকে গ্রেপ্তার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত