Ajker Patrika

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত, আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৯: ১৪
নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত, আহত ৪

নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর আড়াইহাজার সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নওফেল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্রীর নাম ইশরাত জাহান তানহা (১৭)। সে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার ফারুক ভূঁইয়ার মেয়ে। শহিতুন্নেসা পাইলট স্কুলের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আন্দিরপাড় এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানহা নিহত হয়। আহত হয় আরও চারজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে। রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয় দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কাভার্ড ভ্যান। ঘটনার পর আড়াইহাজার মদনপুর সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিক অটোরিকশ ও কাভার্ড ভ্যান সরিয়ে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকাশাহজাহান নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, এই সড়কে ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। তা ছাড়া সড়কের মদনপুর থেকে সোনারগাঁ পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরা। এসব কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নওফেল আলম জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত