উত্তরা (ঢাকা) প্রতিনিধি
ঢাকা–১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে ও ছাত্রলীগের মহানগর উত্তরের নেতা আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। বাড়ি থেকে কোটি টাকা মূল্যের দুটি প্রাইভেটকার, বৈদেশিক মুদ্রা, পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে গতকাল রোববার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। এ সময় শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর পরিবারের সদস্যদের।
আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ–পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ঢাকা–১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তালেবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেটসহ অস্ত্র ও গুলি রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫টি ১০০ মার্কিন ডলারের নোট, ৪টি ২০ ডলারের নোট, ১টি ৫ ডলারের নোট, ১টি ১ ডলারের নোট, ৪১টি ১০০০ থাইবাথ নোট, ১১টি ১০০ থাইবাথ নোট, ২টি ৫০০ থাইবাথ নোট, ২৮টি ২০ থাইবাথ নোট, ৩টি ৫০ থাইবাথ নোট, ২০টি ৫০০ দিরহামের নোট, ১টি ১০০ দিরহামের নোট, ১টি ২০ দেরহামের নোট, ৩টি ১০ দিরহামের নোট, ২টি ৫ দিরহামের নোট, ৫টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ২টি ১০ সিঙ্গাপুরি ডলারের নোট, ১টি ২ সিঙ্গাপুরি ডলারের নোট, ১টি ১০০ রিয়ালের নোট, ২টি ৫০ রিয়ালের নোট, ২টি ১০ রিয়ালের নোট, ৩টি ৫ রিয়ালের নোট, ১টি ১ রিয়ালের নোট, ১টি ২ হাজার রুপির নোট, ৬০টি ৫০০ শত রুপির নোট, ১টি ২০০ শত রুপির নোট, ৫টি ১০০ শত রুপির নোট, ৫টি ৫০ রুপির নোট, ৪টি ২০ রুপির নোট, ৬টি ১০ রুপির নোট, ৩টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট (যেগুলোর সামনে ও পেছনে ইংরেজিতে পুলিশ লেখা) ও ২টি প্রাইভেটকার (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021 ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ডিসি তালেবুর রহমান বলেন, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো পলাতক ঢাকা–১৮–এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেপ্তারকৃতরা গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করতেন।
তিনি বলেন, যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামিরা জানান, জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর পরিবারের সদস্যদের।
এদিকে অভিযানকালে উপস্থিত থাকা সেনাবাহিনীর সদস্য ও পুলিশ জানিয়েছে, ওই বাড়ি থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কারও জব্দ করা হয়েছে।
ঢাকা–১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে ও ছাত্রলীগের মহানগর উত্তরের নেতা আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। বাড়ি থেকে কোটি টাকা মূল্যের দুটি প্রাইভেটকার, বৈদেশিক মুদ্রা, পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে গতকাল রোববার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। এ সময় শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর পরিবারের সদস্যদের।
আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ–পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ঢাকা–১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তালেবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেটসহ অস্ত্র ও গুলি রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫টি ১০০ মার্কিন ডলারের নোট, ৪টি ২০ ডলারের নোট, ১টি ৫ ডলারের নোট, ১টি ১ ডলারের নোট, ৪১টি ১০০০ থাইবাথ নোট, ১১টি ১০০ থাইবাথ নোট, ২টি ৫০০ থাইবাথ নোট, ২৮টি ২০ থাইবাথ নোট, ৩টি ৫০ থাইবাথ নোট, ২০টি ৫০০ দিরহামের নোট, ১টি ১০০ দিরহামের নোট, ১টি ২০ দেরহামের নোট, ৩টি ১০ দিরহামের নোট, ২টি ৫ দিরহামের নোট, ৫টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ২টি ১০ সিঙ্গাপুরি ডলারের নোট, ১টি ২ সিঙ্গাপুরি ডলারের নোট, ১টি ১০০ রিয়ালের নোট, ২টি ৫০ রিয়ালের নোট, ২টি ১০ রিয়ালের নোট, ৩টি ৫ রিয়ালের নোট, ১টি ১ রিয়ালের নোট, ১টি ২ হাজার রুপির নোট, ৬০টি ৫০০ শত রুপির নোট, ১টি ২০০ শত রুপির নোট, ৫টি ১০০ শত রুপির নোট, ৫টি ৫০ রুপির নোট, ৪টি ২০ রুপির নোট, ৬টি ১০ রুপির নোট, ৩টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট (যেগুলোর সামনে ও পেছনে ইংরেজিতে পুলিশ লেখা) ও ২টি প্রাইভেটকার (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021 ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ডিসি তালেবুর রহমান বলেন, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো পলাতক ঢাকা–১৮–এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেপ্তারকৃতরা গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করতেন।
তিনি বলেন, যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামিরা জানান, জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তাঁর পরিবারের সদস্যদের।
এদিকে অভিযানকালে উপস্থিত থাকা সেনাবাহিনীর সদস্য ও পুলিশ জানিয়েছে, ওই বাড়ি থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কারও জব্দ করা হয়েছে।
পেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
২৫ মিনিট আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
৪১ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বর্জ্য ফেলার নিজস্ব কোনো জায়গা বা ভাগাড় না থাকায় তা ফেলা হচ্ছে নদীতে। ফলে অস্তিত্বের সংকটে পড়েছে জেলার ফুলবাড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী। এতে পরিবেশ দূষিত হচ্ছে, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আবর্জনার স্তূপে মৃতপ্রায় নদীটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি..
১ ঘণ্টা আগেকক্সবাজার শহরের উত্তর পাশ ঘেঁষে মহেশখালী চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে মিশেছে খরস্রোতা নদী বাঁকখালী। এ নদীর মোহনা ঘিরেই গড়ে উঠেছে দেশের প্রধান পর্যটন শহরের ব্যবসা-বাণিজ্য। কিন্তু সেই নদীই দখল-দূষণে এখন সরু খালে পরিণত হচ্ছে। প্রভাবশালী দখলদারেরা নদীতীরের প্যারাবন কেটে ও চর ভরাট করে একের পর এক...
১ ঘণ্টা আগে