Ajker Patrika

পরীমণির গাড়িসহ জব্দ ১৬ আলামত ফেরত দিতে সিআইডির প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরীমণির গাড়িসহ জব্দ ১৬ আলামত ফেরত দিতে সিআইডির প্রতিবেদন

চিত্রনায়িকা পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফিরিয়ে দিতে আদালতে একটি প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্ট সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, যদি পরীমণিকে তার জব্দকৃত আলামত ও মালামাল ফেরত দেওয়া হয় সে ক্ষেত্রে তদন্তে কোনো সমস্যা হবে না। আজ সোমবার পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, ২৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ দুটি জব্দ তালিকার ১৬টি আলামত পরীমণিকে দেওয়ার জন্য প্রতিবেদন দাখিল করেন। এর আগে ১৫ সেপ্টেম্বর আইনজীবীরা পরীমণির ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ আরও অন্যান্য প্রয়োজনীয় জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

গত ৪ঠ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ মদ, এলএসডি ও আইসের মতো মাদক উদ্ধারের কথা বলা হয়। থানা-পুলিশ থেকে ডিবি হয়ে মামলার তদন্ত সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তিন দফা রিমান্ড শেষে গত ১ সেপ্টেম্বর পরীমণি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তিপান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত