নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
আজ শনিবার বেলা ২টা থেকে গার্মেন্টস শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে শুরু করেন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, দেশে চাল, ডাল, তেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু সেই অনুপাতে বেতন বাড়ছে না তাঁদের। বর্তমানে তাঁরা যে বেতন পাচ্ছে তা দিয়ে মাস পাড় করা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও তাঁরা এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ২টায় থেকে কয়েকশ শ্রমিক মিরপুর-১০, ১৩ ও ১৪ নম্বরের কৃষি ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় মিরপুর-১০ থেকে ১৩, ১৪ ও কচুক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া লডস্টার ফ্যাশন লিমিটেডের শ্রমিক সুমি আক্তার বলেন, ‘আমরা কোনো সরকারবিরোধী আন্দোলন করছি না। বাজারে প্রতিনিয়তই সবকিছুর দাম বাড়ছে। কিন্তু বেতন আর বাড়ছে না। প্রতি মাসে ১০ হাজার টাকা দিয়ে আমাদের সংসার চলছে না। আমরা শুধু চাই আমাদের বেতনটা যেন বাড়ে এবং পরিবার নিয়ে একসঙ্গে দিন কাটাতে পারি।’
তিনি আরও বলেন, ‘বেতন বৃদ্ধি না করলে এ আন্দোলন প্রতিনিয়তই চালিয়ে যাবেন তাঁরা। হয় দাম কমাতে হবে না হয় বেতন বাড়াতে হবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা রাস্তায় ছিলেন। আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) (পেট্রল) মো. মাহবুব বলেন, ‘পোশাক শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছেন। আমরা তাঁদের রাস্তা থেকে সরে যেতে বলেছি।’
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। ওই সময় শ্রমিকেরা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
আজ শনিবার বেলা ২টা থেকে গার্মেন্টস শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে শুরু করেন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, দেশে চাল, ডাল, তেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু সেই অনুপাতে বেতন বাড়ছে না তাঁদের। বর্তমানে তাঁরা যে বেতন পাচ্ছে তা দিয়ে মাস পাড় করা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও তাঁরা এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ২টায় থেকে কয়েকশ শ্রমিক মিরপুর-১০, ১৩ ও ১৪ নম্বরের কৃষি ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় মিরপুর-১০ থেকে ১৩, ১৪ ও কচুক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া লডস্টার ফ্যাশন লিমিটেডের শ্রমিক সুমি আক্তার বলেন, ‘আমরা কোনো সরকারবিরোধী আন্দোলন করছি না। বাজারে প্রতিনিয়তই সবকিছুর দাম বাড়ছে। কিন্তু বেতন আর বাড়ছে না। প্রতি মাসে ১০ হাজার টাকা দিয়ে আমাদের সংসার চলছে না। আমরা শুধু চাই আমাদের বেতনটা যেন বাড়ে এবং পরিবার নিয়ে একসঙ্গে দিন কাটাতে পারি।’
তিনি আরও বলেন, ‘বেতন বৃদ্ধি না করলে এ আন্দোলন প্রতিনিয়তই চালিয়ে যাবেন তাঁরা। হয় দাম কমাতে হবে না হয় বেতন বাড়াতে হবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা রাস্তায় ছিলেন। আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) (পেট্রল) মো. মাহবুব বলেন, ‘পোশাক শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছেন। আমরা তাঁদের রাস্তা থেকে সরে যেতে বলেছি।’
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। ওই সময় শ্রমিকেরা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৫ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৪০ মিনিট আগে