Ajker Patrika

গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুন ২০২২, ১৮: ০৫
Thumbnail image

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। 

আজ শনিবার বেলা ২টা থেকে গার্মেন্টস শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে শুরু করেন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, দেশে চাল, ডাল, তেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু সেই অনুপাতে বেতন বাড়ছে না তাঁদের। বর্তমানে তাঁরা যে বেতন পাচ্ছে তা দিয়ে মাস পাড় করা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও তাঁরা এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ২টায় থেকে কয়েকশ শ্রমিক মিরপুর-১০, ১৩ ও ১৪ নম্বরের কৃষি ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় মিরপুর-১০ থেকে ১৩, ১৪ ও কচুক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েন। 

আন্দোলনে নেতৃত্ব দেওয়া লডস্টার ফ্যাশন লিমিটেডের শ্রমিক সুমি আক্তার বলেন, ‘আমরা কোনো সরকারবিরোধী আন্দোলন করছি না। বাজারে প্রতিনিয়তই সবকিছুর দাম বাড়ছে। কিন্তু বেতন আর বাড়ছে না। প্রতি মাসে ১০ হাজার টাকা দিয়ে আমাদের সংসার চলছে না। আমরা শুধু চাই আমাদের বেতনটা যেন বাড়ে এবং পরিবার নিয়ে একসঙ্গে দিন কাটাতে পারি।’ 

তিনি আরও বলেন, ‘বেতন বৃদ্ধি না করলে এ আন্দোলন প্রতিনিয়তই চালিয়ে যাবেন তাঁরা। হয় দাম কমাতে হবে না হয় বেতন বাড়াতে হবে।’ 

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা রাস্তায় ছিলেন। আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) (পেট্রল) মো. মাহবুব বলেন, ‘পোশাক শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছেন। আমরা তাঁদের রাস্তা থেকে সরে যেতে বলেছি।’ 

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। ওই সময় শ্রমিকেরা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত