Ajker Patrika

হত্যা মামলায় আনিসুল, সালমানসহ ৫ জন আবারও রিমান্ডে

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২০: ৪৫
আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: ফাইল ছবি
আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: ফাইল ছবি

যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

বাকি তিনজন হলেন—ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেই সঙ্গে এই পাঁচজনসহ আরও ১২ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আদেশ দেন। পরে তাদের আবার কারাগারে নেওয়া হয়। যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তাঁদের কারাগার থেকেই রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার পুলিশের দুই উপপরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তাও তাদের দুই মামলায় রিমান্ড প্রার্থনা করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে পৃথক আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত