Ajker Patrika

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০: ২৬
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা 

বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। আজ মঙ্গলবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ বলছে, গতকাল সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। যানবাহন পারাপার হয়েছে ৪২ হাজার ৫৬০টি।

এর মধ্যে সেতুর পূর্ব অংশে (টাঙ্গাইল অংশ) ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা এবং সেতু পশ্চিম অংশে (সিরাজগঞ্জ অংশ) ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন পারাপার হচ্ছে। যানজট এড়াতে উভয় পাড়ে অতিরিক্ত টোল বুথও বসানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত