নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে জাতীয় পার্টি (জাপা)। সমাবেশ থেকে সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানান সংগঠনটি।
জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাইছে। ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এটা স্পষ্টই যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন। ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে।
রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে জি এম কাদের বলেন, অফিশিয়াল সিক্রেসি আইন বাতিলের দাবিতে আমরা অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছি। রোজিনার কণ্ঠরোধ মানে পুরো বাংলাদেশের কণ্ঠরোধ। একটা স্বাধীন দেশে কারো কণ্ঠরোধ করা যাবে না। এখানে রাজতন্ত্র চলে না, এটা প্রজাতন্ত্রের দেশ। গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা লড়াই চালিয়ে যাবো।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা সভাপতির বক্তব্যে বলেন, আমাদের যুদ্ধের সময় যে কয়েকটা আরব দেশ পাশে ছিল ফিলিস্তিন তার মধ্যে অন্যতম। তাই ইসরায়েলের এমন বর্বর হত্যাকাণ্ডের সময় ফিলিস্তিনের পাশে থাকা আমাদের দায়িত্ব। সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে আটকে রেখে নির্যাতন করা হয়েছে তাও অত্যন্ত ন্যক্কারজনক।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম, মহাসচিব জিয়াউদ্দীন বাবলুসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।
প্রেসক্লাবে আরো যারা মানবন্ধন ও বিক্ষোভ করেছে
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়ে প্রেসক্লাবে আরো সমাবেশ করেছে গণতন্ত্রী পার্টি, এশিয়া মানবাধিকার সংস্থা ও ইসলামি ঐক্যজোট।
আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের যথাযথ বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নারী, শ্রমিক, কৃষক, যুব জোট। টাস্কফোর্স গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তাঁরা।
প্রেসক্লাবের ভেতরে রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ সিন্ডিকেটের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে আরো যুক্ত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি, বাংলাদেশ সাংবাদিক জোট, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম, লালমনিরহাট সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ধর্মীয় লেখক ও সাংবাদিক সমিতি, ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংগঠন।
প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, রোজিনাকে আটকের পর আমি অনেকের সঙ্গে কথা বলেছি কিন্তু কেউ কোন ব্যবস্থা নেয়নি। ঘণ্টার পর ঘণ্টা রোজিনাকে আটকে রেখে যেভাবে হেনস্তা করা হয়েছে কোন সভ্য দেশে এমন হতে পারে না। যে তদন্ত কমিটি করা হয়েছে সেটা আমরা মানি না। কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ থাকতে পারবে না, আমাদের প্রতিনিধি রাখতে হবে। যে আইনে রোজিনাকে আটক করা হয়েছে সে আইনে কোন মামলাই হতে পারে না। এই আইনটি বাতিল হওয়া উচিত। এক শ বছর আগের অকার্যকর আইন দিয়ে একটি স্বাধীন দেশ চলতে পারে না।
ঢাকা: ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে জাতীয় পার্টি (জাপা)। সমাবেশ থেকে সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানান সংগঠনটি।
জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাইছে। ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এটা স্পষ্টই যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন। ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে।
রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে জি এম কাদের বলেন, অফিশিয়াল সিক্রেসি আইন বাতিলের দাবিতে আমরা অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছি। রোজিনার কণ্ঠরোধ মানে পুরো বাংলাদেশের কণ্ঠরোধ। একটা স্বাধীন দেশে কারো কণ্ঠরোধ করা যাবে না। এখানে রাজতন্ত্র চলে না, এটা প্রজাতন্ত্রের দেশ। গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা লড়াই চালিয়ে যাবো।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা সভাপতির বক্তব্যে বলেন, আমাদের যুদ্ধের সময় যে কয়েকটা আরব দেশ পাশে ছিল ফিলিস্তিন তার মধ্যে অন্যতম। তাই ইসরায়েলের এমন বর্বর হত্যাকাণ্ডের সময় ফিলিস্তিনের পাশে থাকা আমাদের দায়িত্ব। সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে আটকে রেখে নির্যাতন করা হয়েছে তাও অত্যন্ত ন্যক্কারজনক।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম, মহাসচিব জিয়াউদ্দীন বাবলুসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।
প্রেসক্লাবে আরো যারা মানবন্ধন ও বিক্ষোভ করেছে
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়ে প্রেসক্লাবে আরো সমাবেশ করেছে গণতন্ত্রী পার্টি, এশিয়া মানবাধিকার সংস্থা ও ইসলামি ঐক্যজোট।
আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের যথাযথ বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নারী, শ্রমিক, কৃষক, যুব জোট। টাস্কফোর্স গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তাঁরা।
প্রেসক্লাবের ভেতরে রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ সিন্ডিকেটের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে আরো যুক্ত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি, বাংলাদেশ সাংবাদিক জোট, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম, লালমনিরহাট সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ধর্মীয় লেখক ও সাংবাদিক সমিতি, ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংগঠন।
প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, রোজিনাকে আটকের পর আমি অনেকের সঙ্গে কথা বলেছি কিন্তু কেউ কোন ব্যবস্থা নেয়নি। ঘণ্টার পর ঘণ্টা রোজিনাকে আটকে রেখে যেভাবে হেনস্তা করা হয়েছে কোন সভ্য দেশে এমন হতে পারে না। যে তদন্ত কমিটি করা হয়েছে সেটা আমরা মানি না। কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ থাকতে পারবে না, আমাদের প্রতিনিধি রাখতে হবে। যে আইনে রোজিনাকে আটক করা হয়েছে সে আইনে কোন মামলাই হতে পারে না। এই আইনটি বাতিল হওয়া উচিত। এক শ বছর আগের অকার্যকর আইন দিয়ে একটি স্বাধীন দেশ চলতে পারে না।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।
৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক মো. সাকিব ও সদস্যসচিব মো. ইয়াছিন এ দুই কমিটির অনুমোদন দেন।
১০ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে দুই শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মায়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি। মাকসুদ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। আজ বুধবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
২৯ মিনিট আগে