উত্তরা (ঢাকা) প্রতিনিধি
গাজীপুরের কালীয়াকৈর এলাকায় সাবেক স্ত্রী মোছা. মোরশেদা (২২) ও শাশুড়ি মোছা. ফুলবানুকে (৪৫) পেট্রল দিয়ে আগুনে পুড়ে হত্যা মামলায় যুবক রাহিল রানা ওরফে তানভীরকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তার তানভীর টাঙ্গাইল সদরের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, গত ১৭ অক্টোবর রাতে তানভীর গাজীপুরের কালিয়াকৈর উত্তর সফিপুর এলাকায় মোর্শেদার বাড়ির সামনে যান। সেখানে তানভীর তার দুই বছর বয়সী মেয়ে রাইসাকে নিয়ে এসেছে বলে মোর্শেদাকে দরজা খুলতে বলেন। মোর্শেদা ও তাঁর মা ফুলবানু দরজা খোলা মাত্রই তানভীর ও তার সহযোগী ২–৩ জন তাদের সঙ্গে থাকা পেট্রল ছিটিয়ে সাবেক স্ত্রী-শাশুড়ির শরীর ও ঘরের জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়।
এরপর ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় মোর্শেদা নানি ও ফুলবানুর মা আম্বিয়া বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তানভীরকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর তার সাবেক স্ত্রী-শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের তানভীর আহাম্মেদের সঙ্গে পাঁচ বছর আগে নাটোর সদরের লক্ষ্মীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে মোর্শেদা বেগমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে কয়েক মাস ধরে তানভীর একসঙ্গে থাকতেন না। কিছুদিন আগে মোর্শেদা বেগম তাঁকে তালাক দেন। এ খবরে তানভীর ক্ষুব্ধ ছিলেন।
গাজীপুরের কালীয়াকৈর এলাকায় সাবেক স্ত্রী মোছা. মোরশেদা (২২) ও শাশুড়ি মোছা. ফুলবানুকে (৪৫) পেট্রল দিয়ে আগুনে পুড়ে হত্যা মামলায় যুবক রাহিল রানা ওরফে তানভীরকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তার তানভীর টাঙ্গাইল সদরের বরুহা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, গত ১৭ অক্টোবর রাতে তানভীর গাজীপুরের কালিয়াকৈর উত্তর সফিপুর এলাকায় মোর্শেদার বাড়ির সামনে যান। সেখানে তানভীর তার দুই বছর বয়সী মেয়ে রাইসাকে নিয়ে এসেছে বলে মোর্শেদাকে দরজা খুলতে বলেন। মোর্শেদা ও তাঁর মা ফুলবানু দরজা খোলা মাত্রই তানভীর ও তার সহযোগী ২–৩ জন তাদের সঙ্গে থাকা পেট্রল ছিটিয়ে সাবেক স্ত্রী-শাশুড়ির শরীর ও ঘরের জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়।
এরপর ঘরের বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় মোর্শেদা নানি ও ফুলবানুর মা আম্বিয়া বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তানভীরকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএসপি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর তার সাবেক স্ত্রী-শাশুড়িকে আগুনে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের তানভীর আহাম্মেদের সঙ্গে পাঁচ বছর আগে নাটোর সদরের লক্ষ্মীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে মোর্শেদা বেগমের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে কয়েক মাস ধরে তানভীর একসঙ্গে থাকতেন না। কিছুদিন আগে মোর্শেদা বেগম তাঁকে তালাক দেন। এ খবরে তানভীর ক্ষুব্ধ ছিলেন।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে