Ajker Patrika

ব্যারিস্টার কাজলের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যারিস্টার কাজলের মুক্তির দাবিতে মানববন্ধন

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার ও হাতকড়া পরানোর প্রতিবাদ এবং তিনিসহ গ্রেপ্তার আইনজীবীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। 

অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ছাড়াও বক্তব্য রাখেন—আইনজীবী ইউনুস আলী আকন্দ, বারের সাবেক সহ সম্পাদক শামীমা দীপ্তি, ব্যারিস্টার তৌফিক ইমাম, মামুন চৌধুরী, সাবেক সহসম্পাদক মাহবুবুর রহমান খান, সাবেক নির্বাচিত সদস্য কাজী আখতার হোসেন, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, শফিকুল ইসলাম, মেহবুব হোসেন, ব্যারিস্টার আশরাফ রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, ‘যে ঘটনায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে সে ঘটনার ভিডিও ফুটেজ থেকে এটা প্রমাণিত যে, ঘটনার সঙ্গে তাঁর দূরতম সম্পর্কও ছিল না। বিনা অপরাধে শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি, বরং ৪ দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তাঁকে হাতকড়াও পরানো হয়েছে। যা আইন ও সংবিধান পরিপন্থী। আইনজীবী হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার।’ 

সিনিয়র আইনজীবী মহসিন রশিদ বলেন, ‘আমি জানি কাজল সাহেব সেখানে ছিলেন না। যদি আইনজীবীদের জামিন না দেওয়া হয়, তাহলে আমরা ধরে নেব যে, দেশে আইনের শাসন নেই, ইনসাফ নেই।’ 

মানববন্ধনে কাগজে প্রিন্টকৃত হাতকড়া ছিঁড়ে রুহুল কুদ্দুস কাজলকে হাতকড়া পরানোর প্রতীকী প্রতিবাদ জানানো হয়। এছাড়া প্রতিবাদ হিসেবে মুখে কালো মাস্ক পড়েন আইনজীবীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত