নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি প্রধান হারুন অর রশিদ আজ বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হারুন অর রশিদ বলেন, ‘বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, ফারদিন আত্মহত্যা করতে পারেন।’ সন্ধ্যা ছয়টার পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।
নিখোঁজের ৩ দিন পর গত ৭ নভেম্বর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিনের অর্ধগলিত মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।
এদিকে, আজ বুধবার বিকেলে র্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়—বুয়েট ছাত্র ফারদিন মৃত্যু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং অগ্রগতি পেয়েছে র্যাব। এরপরেই ডিবির পক্ষ থেকে আত্মহত্যার খবর জানানো হলো।
পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে র্যাব থেকে জানানো হয়, কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যু সংক্রান্তে প্রেস ব্রিফিং করবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
যদিও ফারদিন নূর পরশের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল, আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। মাথায় ও বুকের পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মূলত মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়।
নভেম্বরের ১৭ তারিখ ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মশিউর রহমানের কাছে। ময়নাতদন্ত করেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও শেখ ফরহাদ।
সিভিল সার্জন এএফএম মশিউর রহমান বলেন, ‘ফারদিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর বুকের দুপাশে দুই-তিনটি ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন আমরা পেয়েছি। পাশাপাশি তাঁর মাথায় চার-পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি প্রধান হারুন অর রশিদ আজ বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হারুন অর রশিদ বলেন, ‘বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, ফারদিন আত্মহত্যা করতে পারেন।’ সন্ধ্যা ছয়টার পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।
নিখোঁজের ৩ দিন পর গত ৭ নভেম্বর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিনের অর্ধগলিত মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।
এদিকে, আজ বুধবার বিকেলে র্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়—বুয়েট ছাত্র ফারদিন মৃত্যু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং অগ্রগতি পেয়েছে র্যাব। এরপরেই ডিবির পক্ষ থেকে আত্মহত্যার খবর জানানো হলো।
পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে র্যাব থেকে জানানো হয়, কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যু সংক্রান্তে প্রেস ব্রিফিং করবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
যদিও ফারদিন নূর পরশের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল, আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। মাথায় ও বুকের পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মূলত মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়।
নভেম্বরের ১৭ তারিখ ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মশিউর রহমানের কাছে। ময়নাতদন্ত করেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও শেখ ফরহাদ।
সিভিল সার্জন এএফএম মশিউর রহমান বলেন, ‘ফারদিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর বুকের দুপাশে দুই-তিনটি ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন আমরা পেয়েছি। পাশাপাশি তাঁর মাথায় চার-পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:
গত বৃহস্পতিবার তদন্ত কমিটি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত পরিদর্শন করে। এ সময় তারা ষাটনল, ষাটনল বাবু বাজার, মোহনপুর ও এখলাছপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবরেটরিতে নিয়ে যান।
১৬ মিনিট আগেআজ সকাল থেকে জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডাকা হরতালে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভোরে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারটি রাস্তায় বাঁশ-বেঞ্চ দিয়ে বন্ধ করে ঠাকুরগাঁও শহর থেকে উপজেলার প্রবেশপথ কালমেঘ বাজারে গাছ ফেলে হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে...
৩৭ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
২ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে