Ajker Patrika

নতুন ছাত্রসংগঠন ঘোষণার পর আখতারের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাবি ও ঢামেক প্রতিনিধি 
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৭: ৩৯
নতুন ছাত্রসংগঠন ঘোষণার পর আখতারের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে ফেরার পথে আহ্বায়ক আখতার হোসেনসহ সংগঠনের অন্য নেতা-কর্মীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সংগঠনের সদস্যসচিব মো. নাহিদ ইসলাম ছাত্রলীগের বিরুদ্ধে এই অভিযোগ করেন। 

আজ বুধবার দুপুর দেড়টার সময় বিশ্ববিদ্যালয় এলাকার পরমাণু শক্তি কমিশন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। 

আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আখতারের ঠোঁট, মুখ থেকে রক্তক্ষরণ হওয়ায় তাঁর মাথার সিটি স্ক্যান করানো হচ্ছে বলে জানা যায়। আখতার হোসেন ছাড়া বাকি আহতরা হলেন—যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম-সদস্যসচিব নুসরাত তাবাসসুম, যুগ্ম-সদস্যসচিব আসাদুল্লাহ আল গালিব, ঢাবি কমিটির সদস্য নিশিতা জামান নিহা, যুগ্ম-আহ্বায়ক ফয়সাল হাসান, সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য সুমনা শারমিন, যুগ্ম-আহ্বায়ক নুসাইবা তাসনিম সাবা, যুগ্ম-সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ ও সদস্য সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য।

ছাত্রলীগের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিব মো. নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ‘ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত কিছু নেতা-কর্মী একযোগে হামলা চালায়। আখতার হোসেনসহ আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা জানান, আখতারের নেতৃত্বে নতুন ছাত্রসংগঠন ঘোষণা শেষে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় পরমাণু শক্তি কমিশন কেন্দ্রের সামনে ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল ও জগন্নাথ হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন। হামলাকারীরা সবাই ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। হামলা করে বাইক নিয়ে পালিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

ছাত্রলীগের নেতা-কর্মীদের পরিচয় পাওয়া যায়নি। হামলার বিষয় অস্বীকার করেছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তারা নতুন ছাত্রসংগঠন তৈরি করেছে, তারা নুরদের দ্বারা বেইমানির শিকার হয়ে নতুন ছাত্রসংগঠন খুলেছে, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আখতার আমার সহযোগিতা চেয়েছে, সহযোগিতা করা হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিদিন রুটিন ওয়ার্ক হিসেবে মধুর ক্যানটিনে অবস্থান নিয়েছিল, তাই তারা ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে নতুন দলের ঘোষণা দিয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা বিন্দুমাত্র কোনো বাধা দেয়নি, সে জায়গায় কোনো ধরনের হামলা করার প্রশ্নই ওঠে না।’ 

এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারোর অবস্থাই গুরুতর নয়। 

উল্লেখ্য, আজ বেলা সাড়ে ১১টার সময় ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে ‘শিক্ষা, শক্তি ও মুক্তি’ স্লোগান সামনে রেখে নতুন সংগঠনে আখতার হোসেনে আহ্বায়ক ও নাহিদ ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চিন্তক ও অ্যাকটিভিস্ট তুহিন খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত