দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজিত নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচন ট্রেন বহু আগেই চালু হয়ে গেছে। ট্রেন এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। আজকে নৌকা মার্কা বরাদ্দ দেওয়া হয়েছে। নৌকার পালে হাওয়া লেগেছে। আজ থেকে নৌকা চলবে আর এ নৌকার যাত্রী হবে গণতন্ত্রপ্রেমী মানুষেরা। দেশের কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ হলো নৌকার যাত্রী আর এ নৌকার মাঝি হলো দেশরত্ন শেখ হাসিনা। তিনি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তিনি আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বাংলাদেশ বদলে যাওয়ার মহানায়ক শেখ হাসিনা।’
সব সময় শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির মহানায়ক। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তিনি এ দেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দেশরত্ন লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। আমাদের সব সময় তাঁর পাশে থাকতে হবে। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবিলা করতে হবে।’
বিএনপি-জামায়াতের মধ্যে দেশপ্রেম নেই দাবি করে নাসিম বলেন, বিএনপি-জামায়াত হলো দেশবিরোধী অপশক্তি। এরা দেশকে ভালোবাসে না। এরা দেশের ১৬ কোটি মানুষকে কখনো ভালোবাসতে পারেনি। তাদের মধ্যে বিন্দুমাত্র দেশপ্রেম নেই। এরা দুর্নীতিবাজ ও সন্ত্রাসী। এরা দেশের মানুষ শান্তিতে থাকুক তা মেনে নিতে পারে না। এরা সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। দেশের উন্নয়ন, অগ্রগতির মাঝে একমাত্র বাধা হলো বিএনপি-জামাত। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সব চেষ্টা তারা করে। এরা সব সময় নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টায় থাকে।’
সোনার বাংলাদেশ গড়তে হলে বিএনপি-জামায়াতকে মোকাবিলা করার আহ্বান জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদের বিএনপি-জামায়াত নামক অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে। এদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের শক্তি হলো আমাদের আদর্শ। আমাদের শক্তি হলো দেশের ১৬ কোটি মানুষ। আমাদের শক্তি হলো এ মাতৃভূমিকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বলীয়ান। আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। আমাদের হাজার বছরের ঐতিহ্যকে রক্ষা করতে চাই। যারা আমাদের এ দেশের ক্ষতি করতে চাইবে আমরা তাদের বিন্দুমাত্র ছাড় দেব না।’
বিএনপি-জামায়াতের আন্দোলন-সংগ্রাম ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মানুষ এখন তাদের আর সমর্থন করে না। তাদের বিশ্বাস করে না। এর কারণে তাদের আন্দোলন-সংগ্রাম ব্যর্থ হয়েছে। তাদের সকল অপকর্মকে দেশের মানুষ ঘৃণার চোখে দেখে। তাদের জনপ্রিয়তা আজ শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এসেছি। আমি আপনাদের কাছে ভোট চাই এবং দোয়া চাই। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করার আগ্রহ নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই। আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকে। জাতির পিতার একজন আদর্শের কর্মী হিসেবে আমি মানুষের সে প্রত্যাশাগুলো পূরণ করতে চাই।’
ঢাকা মেডিকেল কলেজশিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।
স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিল
ঢাকা মেডিকেলে অনুষ্ঠান শেষে তিনি ঢাকা-৮ আসনের বিভিন্ন ওয়ার্ডে স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। একই সময় ঢাকা ৮ আসনের নয়টি ওয়ার্ড ও ১১০টি ভোটকেন্দ্রে বাহাউদ্দিন নাছিমের পক্ষে স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়। এ স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিলে একটি কিউআর কোড রয়েছে। এ কিউআর কোড স্ক্যান করে সহজেই ভোটার নম্বর, ভোটার তথ্য ও ভোটকেন্দ্রের তথ্য ভোটাররা জানতে পারবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজিত নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচন ট্রেন বহু আগেই চালু হয়ে গেছে। ট্রেন এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। আজকে নৌকা মার্কা বরাদ্দ দেওয়া হয়েছে। নৌকার পালে হাওয়া লেগেছে। আজ থেকে নৌকা চলবে আর এ নৌকার যাত্রী হবে গণতন্ত্রপ্রেমী মানুষেরা। দেশের কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ হলো নৌকার যাত্রী আর এ নৌকার মাঝি হলো দেশরত্ন শেখ হাসিনা। তিনি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তিনি আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বাংলাদেশ বদলে যাওয়ার মহানায়ক শেখ হাসিনা।’
সব সময় শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির মহানায়ক। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তিনি এ দেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দেশরত্ন লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। আমাদের সব সময় তাঁর পাশে থাকতে হবে। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবিলা করতে হবে।’
বিএনপি-জামায়াতের মধ্যে দেশপ্রেম নেই দাবি করে নাসিম বলেন, বিএনপি-জামায়াত হলো দেশবিরোধী অপশক্তি। এরা দেশকে ভালোবাসে না। এরা দেশের ১৬ কোটি মানুষকে কখনো ভালোবাসতে পারেনি। তাদের মধ্যে বিন্দুমাত্র দেশপ্রেম নেই। এরা দুর্নীতিবাজ ও সন্ত্রাসী। এরা দেশের মানুষ শান্তিতে থাকুক তা মেনে নিতে পারে না। এরা সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। দেশের উন্নয়ন, অগ্রগতির মাঝে একমাত্র বাধা হলো বিএনপি-জামাত। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সব চেষ্টা তারা করে। এরা সব সময় নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টায় থাকে।’
সোনার বাংলাদেশ গড়তে হলে বিএনপি-জামায়াতকে মোকাবিলা করার আহ্বান জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদের বিএনপি-জামায়াত নামক অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে। এদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের শক্তি হলো আমাদের আদর্শ। আমাদের শক্তি হলো দেশের ১৬ কোটি মানুষ। আমাদের শক্তি হলো এ মাতৃভূমিকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বলীয়ান। আমরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। আমাদের হাজার বছরের ঐতিহ্যকে রক্ষা করতে চাই। যারা আমাদের এ দেশের ক্ষতি করতে চাইবে আমরা তাদের বিন্দুমাত্র ছাড় দেব না।’
বিএনপি-জামায়াতের আন্দোলন-সংগ্রাম ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মানুষ এখন তাদের আর সমর্থন করে না। তাদের বিশ্বাস করে না। এর কারণে তাদের আন্দোলন-সংগ্রাম ব্যর্থ হয়েছে। তাদের সকল অপকর্মকে দেশের মানুষ ঘৃণার চোখে দেখে। তাদের জনপ্রিয়তা আজ শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এসেছি। আমি আপনাদের কাছে ভোট চাই এবং দোয়া চাই। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করার আগ্রহ নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই। আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকে। জাতির পিতার একজন আদর্শের কর্মী হিসেবে আমি মানুষের সে প্রত্যাশাগুলো পূরণ করতে চাই।’
ঢাকা মেডিকেল কলেজশিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।
স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিল
ঢাকা মেডিকেলে অনুষ্ঠান শেষে তিনি ঢাকা-৮ আসনের বিভিন্ন ওয়ার্ডে স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। একই সময় ঢাকা ৮ আসনের নয়টি ওয়ার্ড ও ১১০টি ভোটকেন্দ্রে বাহাউদ্দিন নাছিমের পক্ষে স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়। এ স্মার্ট লিফলেট ও হ্যান্ডবিলে একটি কিউআর কোড রয়েছে। এ কিউআর কোড স্ক্যান করে সহজেই ভোটার নম্বর, ভোটার তথ্য ও ভোটকেন্দ্রের তথ্য ভোটাররা জানতে পারবেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩ ঘণ্টা আগে