Ajker Patrika

কদমতলীতে ছেলের সঙ্গে রাগারাগিতে মায়ের ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১১ মে ২০২৪, ১৯: ৪৭
কদমতলীতে ছেলের সঙ্গে রাগারাগিতে মায়ের ‘আত্মহত্যা’

রাজধানীর কদমতলী শনির আখড়া এলাকায় ছেলের সঙ্গে রাগারাগিতে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর নাম নাসরিন আক্তার দিপু (৪৫)। 

আজ শনিবার বেলা আড়াইটায় নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত নারীর ছোট ভাই মোফাজ্জল হোসেন বলেন, তাঁর বোন দুই ছেলেকে নিয়ে শনির আখড়া নুরপুর এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। স্বামী নাসির উদ্দিন এক বছর আগে অসুস্থ অবস্থায় মারা যান। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার নারানদিয়া গ্রামে। 

মোফাজ্জল হোসেন বলেন, নাসরিনের বড় ছেলে রাফিউ আহমেদ অনন্ত কিছুই করত না। তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল। সেখানে মারামারি করে এক সপ্তাহ আগে দেশে চলে আসে। মায়ের সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝগড়া করত। এমনকি মাকে মারধর করত। আজকে টাকাপয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয়। রাগে নাসরিন রুম বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ছেলে অনন্ত দরজা ভেঙে নাসরিনকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসে। 

মোফাজ্জল হোসেন আরও বলেন, ‘বিষয়টি আমাকে ফোনে জানায় অনন্ত। পরে আমি শান্তিনগর থেকে হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পাই।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কদমতলী থেকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, গলায় ফাঁস দিয়েছিল ওই নারী। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কদমতলী থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত