কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা মালয়েশিয়াপ্রবাসী হাচিবুর রহমান (৩১) ১৭ মাস ধরে নিখোঁজ। সেই দেশে তিনি কোথায় কেমন আছেন; বেঁচে আছেন নাকি মারা গেছেন, স্বজনদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁর বাবা-মা অনেকটাই পাগলপ্রায়।
হাচিবুর রহমানের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাগ্যের অন্বেষণে ৯ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান হাচিবুর রহমান। জমি বিক্রি করে তাঁকে বিদেশে পাঠানো হয়েছিল। বিদেশে যাওয়ার পর তাঁদের সংসার ভালোই চলছিল। চার বছর পর পাঁচ মাসের ছুটিতে দেশে আসেন হাচিবুর। তখন বাবা-মা ঘটা করে তাঁকে বিয়ে করিয়ে পুত্রবধূ ঘরে আনেন। তিন মাস সংসার করার পর নববধূ তানিয়া বেগমকে রেখে আবার মালয়েশিয়া চলে যান হাচিবুর।
হাচিবুর বিদেশে যাওয়ার কিছুদিন পরই তাঁদের ঘরে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়। তাঁর কন্যা জামিলা খানমের বয়স এখন চার বছর। হাচিবুর বিদেশে চলে যাওয়ার পর থেকে প্রতিনিয়ত পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন। কিন্তু ১৭ মাস ধরে তাঁর সঙ্গে কারও কোনো যোগাযোগ নেই। এরপর থেকে দিশেহারা হাচিবুরের স্বজনেরা। পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে হাচিবুরের সন্ধান পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন।
ছয় মাস আগে মালয়েশিয়াপ্রবাসী ইব্রাহিম মিয়া নামের এক ব্যক্তি হাচিবুরের বাবা-মাকে ফোন করে বলেন, তাঁদের সন্তান মালয়েশিয়ার জেলে আছেন। তাঁকে ছাড়াতে অনেক টাকার প্রয়োজন। এরপর ইব্রাহিম মিয়া ও মালয়েশিয়ার আরেক প্রবাসী ওলিউল্লা মৃধা নামের দুই ব্যক্তি মিলে হাচিবুরকে ছাড়ানোর কথা বলে টাকা নেওয়া শুরু করেন। সন্তানকে ছাড়াতে ওই দুজনকে টাকা দিতে দিতে হাচিবুরের পরিবার এখন নিঃস্ব। সর্বশেষ ভিটেমাটি বিক্রি করে ইব্রাহিম ও ওলিউল্লাকে ৮ লাখ টাকা দিয়েছে হাচিবুরের পরিবার।
মালয়েশিয়ায় নিখোঁজ হাচিবুর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। আর ইব্রাহিম মিয়া কোটালীপাড়ার বলুহার গ্রামের ইউনুচ মিয়ার ছেলে। ইব্রাহিমের মাধ্যমে ৯ বছর আগে হাচিবুর রহমান বিদেশে গিয়েছিলেন বলে জানিয়েছেন হাচিবুরের বাবা ইসমাইল মিয়া।
ইসমাইল মিয়া বলেন, ‘আমার ছেলেকে মালয়েশিয়ার জেল থেকে ছাড়াতে হবে বলে ছয় মাস আগে ইব্রাহিম মিয়া ফোন করে ১ লাখ ২৫ হাজার টাকা নিয়েছে। এরপর ইব্রাহিম ও তার ফুপাতো ভাই ওলিউল্লা মিলে আরও ৭৫ হাজার টাকা নেয়। ছয় মাস ধরে বিভিন্ন সময় আমাদের কাছ থেকে ফোন করে টাকা নিতে থাকে। সর্বশেষ এই দুজন মিলে আমাদের কাছ থেকে ৮ লাখ টাকা নিয়েছে। এই ৮ লাখ টাকা আমরা ভিটেমাটি বিক্রি করে সংগ্রহ করে দিয়েছি।’
কান্নাজড়িত কণ্ঠে হাচিবুরের মা সালমা বেগম বলেন, ‘আমার ছেলেকে মালয়েশিয়া থেকে দেশে ফিরিয়ে আনার জন্য ইব্রাহিম ও ওলিউল্লাকে টাকা দিতে দিতে আমরা এখন নিঃস্ব। এতে আমাদের কোনো কষ্ট নেই। আমরা আমাদের সন্তানকে ফিরে পেলেই খুশি। কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছি না।’
এ বিষয়ে ইব্রাহিম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর পিতা ইউনুস মিয়া বলেন, ‘৯ বছর আগে আমার ছেলে ইব্রাহিম মিয়া গচাপাড়া গ্রামের হাচিবুরকে মালয়েশিয়া নিয়েছিল। শুনেছি হাচিবুর এখন ওখানের জেলে আছে। তাকে ছাড়ানোর কথা বলে আমার ছেলে ইব্রাহিম ও আমার ভাগনে ওলিউল্লার টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু ঘটনাটি মালয়েশিয়ায় ঘটেছে, সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তবে টাকা লেনদেনের বিষয়টি যদি কোটালীপাড়ায় বসে হয়ে থাকে, তাহলে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা মালয়েশিয়াপ্রবাসী হাচিবুর রহমান (৩১) ১৭ মাস ধরে নিখোঁজ। সেই দেশে তিনি কোথায় কেমন আছেন; বেঁচে আছেন নাকি মারা গেছেন, স্বজনদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁর বাবা-মা অনেকটাই পাগলপ্রায়।
হাচিবুর রহমানের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাগ্যের অন্বেষণে ৯ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান হাচিবুর রহমান। জমি বিক্রি করে তাঁকে বিদেশে পাঠানো হয়েছিল। বিদেশে যাওয়ার পর তাঁদের সংসার ভালোই চলছিল। চার বছর পর পাঁচ মাসের ছুটিতে দেশে আসেন হাচিবুর। তখন বাবা-মা ঘটা করে তাঁকে বিয়ে করিয়ে পুত্রবধূ ঘরে আনেন। তিন মাস সংসার করার পর নববধূ তানিয়া বেগমকে রেখে আবার মালয়েশিয়া চলে যান হাচিবুর।
হাচিবুর বিদেশে যাওয়ার কিছুদিন পরই তাঁদের ঘরে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়। তাঁর কন্যা জামিলা খানমের বয়স এখন চার বছর। হাচিবুর বিদেশে চলে যাওয়ার পর থেকে প্রতিনিয়ত পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন। কিন্তু ১৭ মাস ধরে তাঁর সঙ্গে কারও কোনো যোগাযোগ নেই। এরপর থেকে দিশেহারা হাচিবুরের স্বজনেরা। পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে হাচিবুরের সন্ধান পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন।
ছয় মাস আগে মালয়েশিয়াপ্রবাসী ইব্রাহিম মিয়া নামের এক ব্যক্তি হাচিবুরের বাবা-মাকে ফোন করে বলেন, তাঁদের সন্তান মালয়েশিয়ার জেলে আছেন। তাঁকে ছাড়াতে অনেক টাকার প্রয়োজন। এরপর ইব্রাহিম মিয়া ও মালয়েশিয়ার আরেক প্রবাসী ওলিউল্লা মৃধা নামের দুই ব্যক্তি মিলে হাচিবুরকে ছাড়ানোর কথা বলে টাকা নেওয়া শুরু করেন। সন্তানকে ছাড়াতে ওই দুজনকে টাকা দিতে দিতে হাচিবুরের পরিবার এখন নিঃস্ব। সর্বশেষ ভিটেমাটি বিক্রি করে ইব্রাহিম ও ওলিউল্লাকে ৮ লাখ টাকা দিয়েছে হাচিবুরের পরিবার।
মালয়েশিয়ায় নিখোঁজ হাচিবুর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। আর ইব্রাহিম মিয়া কোটালীপাড়ার বলুহার গ্রামের ইউনুচ মিয়ার ছেলে। ইব্রাহিমের মাধ্যমে ৯ বছর আগে হাচিবুর রহমান বিদেশে গিয়েছিলেন বলে জানিয়েছেন হাচিবুরের বাবা ইসমাইল মিয়া।
ইসমাইল মিয়া বলেন, ‘আমার ছেলেকে মালয়েশিয়ার জেল থেকে ছাড়াতে হবে বলে ছয় মাস আগে ইব্রাহিম মিয়া ফোন করে ১ লাখ ২৫ হাজার টাকা নিয়েছে। এরপর ইব্রাহিম ও তার ফুপাতো ভাই ওলিউল্লা মিলে আরও ৭৫ হাজার টাকা নেয়। ছয় মাস ধরে বিভিন্ন সময় আমাদের কাছ থেকে ফোন করে টাকা নিতে থাকে। সর্বশেষ এই দুজন মিলে আমাদের কাছ থেকে ৮ লাখ টাকা নিয়েছে। এই ৮ লাখ টাকা আমরা ভিটেমাটি বিক্রি করে সংগ্রহ করে দিয়েছি।’
কান্নাজড়িত কণ্ঠে হাচিবুরের মা সালমা বেগম বলেন, ‘আমার ছেলেকে মালয়েশিয়া থেকে দেশে ফিরিয়ে আনার জন্য ইব্রাহিম ও ওলিউল্লাকে টাকা দিতে দিতে আমরা এখন নিঃস্ব। এতে আমাদের কোনো কষ্ট নেই। আমরা আমাদের সন্তানকে ফিরে পেলেই খুশি। কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছি না।’
এ বিষয়ে ইব্রাহিম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর পিতা ইউনুস মিয়া বলেন, ‘৯ বছর আগে আমার ছেলে ইব্রাহিম মিয়া গচাপাড়া গ্রামের হাচিবুরকে মালয়েশিয়া নিয়েছিল। শুনেছি হাচিবুর এখন ওখানের জেলে আছে। তাকে ছাড়ানোর কথা বলে আমার ছেলে ইব্রাহিম ও আমার ভাগনে ওলিউল্লার টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু ঘটনাটি মালয়েশিয়ায় ঘটেছে, সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তবে টাকা লেনদেনের বিষয়টি যদি কোটালীপাড়ায় বসে হয়ে থাকে, তাহলে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা লিখুন। মন খুলে লিখুন। আমরা কোনো কলম ভেঙে দিইনি, কোনো প্রেসে তালা দিইনি। কোনো গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করা হলে সেই গণমাধ্যম অফিসের সামনে প্রতিবাদ করুন।’ তবে আওয়ামী লীগ আমলে গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য..
৯ মিনিট আগেহবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর দিনে হামলার পর রাতে তাঁর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টিকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
১৪ মিনিট আগেফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
৩৯ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে