Ajker Patrika

মানিকগঞ্জে পদ্মার চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্ক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে পদ্মার চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্ক

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার তীরবর্তী চরাঞ্চলে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক বিষাক্ত এ সাপের দেখা মিলছে। 

জানা যায়, গত শুক্রবার উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বকচর মাঠের পাশে একটি রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মারে স্থানীয়রা। এর আগে উপজেলা সদরের বয়ড়া ইউনিয়ন পরিষদের সামনে পদ্মাপাড়ে রাসেল ভাইপার সাপকে ধরে ফেলে এক বাল্কহেড চালক। আগস্ট-সেপ্টেম্বর মাসে উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নে তিনজনকে রাসেল ভাইপার ছোবল দেয়। তাদের একজন গত দুই মাস ধরে চিকিৎসা নিচ্ছেন। আর একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। 

এ ছাড়া চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নে খেতে কাজ করতে সাপের ছোবলে এক কৃষক মারা যান। অনেকে মনে করছে রাসেল ভাইপার সাপের ছোবলে তার মৃত্যু হয়েছে। এর আগে ২০২১ সালে উপজেলার সুতালড়ি ইউনিয়নের হরিনাঘাট এলাকায় এক কৃষক খেতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার দেখে মেরে ফেলে। 

উপজেলার বাহিরচর এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১০ নভেম্বর বকচর গ্রামে বকচর মাঠ সংলগ্ন পদ্মাপাড়ে একটি সাপ দেখতে পাই। পরে আমরা তিনজন সাপটি মেরে ফেলেছি। পরে দেখি রাসেল ভাইপার সাপ।’ 

বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া গ্রামে বালু মহালে কাজ করেন রকি খান। তিনি বলেন, ‘সম্প্রতি খালপাড় বয়ড়া পদ্মাপাড়ে এক বাল্কহেড চালক বালতিতে করে একটি সাপ ধরে আনে। আমি সাপটির ছবি তুলে রাখি। পরে ছবি দেখে একজন জানান, এটা রাসেল ভাইপার সাপ।’ 

উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ইউনিয়নে বিশেষ করে ফরিদপুর জেলা সংলগ্ন পদ্মার চর এলাকায় সম্প্রতি তিনজনকে রাসেল ভাইপার ছোবল দেয়। ফরিদপুরে দুই মাস চিকিৎসা নিয়ে একজন কিছুটা সুস্থ হলেও এখনো শঙ্কামুক্ত নন। বসন্তপুর এলাকায় একজন ও এনায়েতপুর এলাকায় আব্দুল্লাহ নামে আরও এক যুবককে রাসেল ভাইপার ছোবল দেয়। একজনের চিকিৎসা এখনো চলছে। একজনের ছোবলের জায়গা পচে গেছে। আমার এ ইউনিয়ন ছাড়াও সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নের মানুষেরাও আতঙ্কে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত