Ajker Patrika

তিন দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৩
তিন দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

প্রতি মাসে ন্যূনতম ২০ হাজার টাকা ভাতা প্রদান, বিজ্ঞাপনের ১৯ শতাংশ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে জমা প্রদান এবং মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে ন্যূনতম ৫ লাখ টাকা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ। আজ রোববার দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেছে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা জানান, প্রবীণ সাংবাদিক ও তাদের পরিবারের আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করতে হবে। তিন দফা দাবি সরকার মেনে নিলে প্রবীণ ও নতুন সাংবাদিকদের ভবিষ্যৎ নিশ্চিত হবে। শুধু কল্যাণ ট্রাস্ট দিয়ে সাংবাদিকদের সব সমস্যার সমাধান করা যাবে না। সাংবাদিকেরা যদি আর্থিকভাবে সচ্ছল না থাকেন, তবে তিনি তাঁর সম্পূর্ণ মেধা কাজে লাগাতে পারবেন না। এ ছাড়া নবম ওয়েজবোর্ড সংশোধন করে ঘোষণা করারও আহ্বান জানান বক্তারা।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী বলেন, 'প্রবীণ সাংবাদিকেরা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। এর সঙ্গে কর্মাহত অনেক সাংবাদিক আছেন, যাঁরা পঙ্গু হয়ে আছেন বা বিভিন্ন অসুস্থতার কারণে কাজ করতে পারছেন না। তাঁদের পরিবারের বিষয়টি আমাদের দেখতে হবে।'

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত