অনলাইন ডেস্ক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছ। পরিস্থিতি এখন স্বাভাবিক।
ঢাকা পলিটেকনিকের এক শিক্ষার্থী বলেন, ‘বিকেলে এবং সন্ধ্যায় আনন্দ মিছিল করে ছাত্রলীগের সাবেক এবং কয়েকজন নেতাকে বুটেক্সের হলে প্রবেশ করায় শিক্ষার্থীদের কয়েকজন। তারাও ছাত্রলীগ করে বলে জানতে পেরেছি। ছাত্রলীগের নেতারা এত দিন নির্যাতন করেছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। তাদের কেন হলে প্রবেশ করানো হচ্ছে? এটা ঢাকা পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা জানতে চেয়েছিল। তখন বুটেক্সের শিক্ষার্থীরা খারাপ আচরণ করে এবং তাদের হুমকি দেয়। এতেই ঘটনার সূত্রপাত।’
ঢাকা পলিটেকনিকের রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, বিকেলে তাঁদের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করেন বুটেক্সের শিক্ষার্থীরা।
সংঘর্ষের পর বুটেক্স এবং ঢাকা পলিটেকনিকের শিক্ষকেরা ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীরা জানান, গতকাল বিকেলে বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। এর সূত্র ধরে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা রাতে বুটেক্সের শহীদ আজীজ হলে ঢুকে শিক্ষার্থীদের ওপর একযোগে হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাঁদের শমরিতা হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছ। পরিস্থিতি এখন স্বাভাবিক।
ঢাকা পলিটেকনিকের এক শিক্ষার্থী বলেন, ‘বিকেলে এবং সন্ধ্যায় আনন্দ মিছিল করে ছাত্রলীগের সাবেক এবং কয়েকজন নেতাকে বুটেক্সের হলে প্রবেশ করায় শিক্ষার্থীদের কয়েকজন। তারাও ছাত্রলীগ করে বলে জানতে পেরেছি। ছাত্রলীগের নেতারা এত দিন নির্যাতন করেছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। তাদের কেন হলে প্রবেশ করানো হচ্ছে? এটা ঢাকা পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা জানতে চেয়েছিল। তখন বুটেক্সের শিক্ষার্থীরা খারাপ আচরণ করে এবং তাদের হুমকি দেয়। এতেই ঘটনার সূত্রপাত।’
ঢাকা পলিটেকনিকের রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, বিকেলে তাঁদের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করেন বুটেক্সের শিক্ষার্থীরা।
সংঘর্ষের পর বুটেক্স এবং ঢাকা পলিটেকনিকের শিক্ষকেরা ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীরা জানান, গতকাল বিকেলে বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। এর সূত্র ধরে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা রাতে বুটেক্সের শহীদ আজীজ হলে ঢুকে শিক্ষার্থীদের ওপর একযোগে হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাঁদের শমরিতা হাসপাতালে নেওয়া হয়েছে।
সাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
১৩ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
৩৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, অপারেশন ডেভিল হান্ট, ফিলিস্তিন ইস্যু, ফ্যাসিবাদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন এসেছে। প্রথম শিফটের একাধিক প্রশ্নে ভুল ও সঠিক উত্তর নেই এমন প্রশ্নও করা হয়েছে।
৪৩ মিনিট আগে