Ajker Patrika

আফতাবনগরে দেয়াল ধসে কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগর এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় রমজান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি ওয়ার্কশপের কর্মী ছিল।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দেয়াল চাপা পড়ে সে। পরে স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে রাত আড়াইটার দিকে মৃত্যু হয় তার।

হাসপাতালে মৃত রমজানের বড় ভাই রবিউল ইসলাম বলেন, তাঁদের বাড়ি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামে। বর্তমানে খিলগাঁওয়ের তালতলা শৌলভীরটেক এলাকায় থাকেন তাঁরা। বাবার নাম মো. সেলিম। রমজান নবীনবাগে একটি ওয়ার্কশপে কাজ করত।

রবিউল আরও বলেন, গতকাল সন্ধ্যার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয় রমজান। পরে জানতে পারি, আফতাবনগর প্রজেক্ট এলাকায় দেয়াল ধসে সে আহত হয়েছে। বন্ধুরা তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় রমজানের।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ বলেন, গতকাল সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে আফতাবনগর প্রজেক্টের নির্মাণাধীন ভবনের দেয়ালে উঠলে দেয়ালটি ধসে নিচে পড়ে যায় রমজান। আহতাবস্থায় তাকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, এক হিসাবে ২৬ কোটি টাকা

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত