Ajker Patrika

আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সনদপ্রাপ্ত শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি ঐক্য পরিষদ এ কর্মসূচি পালন করে। 

এনটিআরসিএ মাধ্যমে সনদপ্রাপ্ত ইনডেক্সধারী (নিবন্ধিত) শিক্ষকেরা বিভাগীয় প্রার্থী হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। কিন্তু সর্বশেষ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সে সুযোগ স্থগিত করা হয়। 

স্মারকলিপিতে বিভাগীয় প্রার্থী হিসেবে বেসরকারি এমপিওভুক্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন অথবা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন তথা বদলি প্রথা চালুর জন্য নীতিমালা প্রণয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সচিব বরাবর অনুরোধ জানান শিক্ষকেরা। 

স্মারকলিপিতে আরও বলা হয়, বদলি প্রত্যাশী লক্ষাধিক শিক্ষকদের মধ্যে বেশির ভাগই নিজ জেলা থেকে ৩০০-৮০০ কিলোমিটার দূরে শিক্ষকতা করছেন। অনেকের বৃদ্ধ বাবা মা অসহায়ভাবে বাড়িতে একাকী থাকেন অথচ তাদের দেখার কেউ নেই। নিকট আত্মীয়-স্বজন মারা গেলেও শেষ দেখার সুযোগ থাকে না। 

স্মারকলিপি দেওয়ার পর এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হন শিক্ষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত