Ajker Patrika

রাজধানীর ওয়ারীতে রাস্তার গ্যাসলাইন লিকেজ, দগ্ধ ৫ 

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৩, ১০: ১০
রাজধানীর ওয়ারীতে রাস্তার গ্যাসলাইন লিকেজ, দগ্ধ ৫ 

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে রাস্তায় গর্ত করে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওয়ারী টিপু সুলতান রোডের পুরাতন থানা ভবনের পাশে এই আগুনের ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন ডিপিডিসির প্রকৌশলী আনোয়ার হোসেন (২১), শ্রমিক মো. সোহেল (৩৫) এবং মামুন রিয়েল স্টেট নামে ডেভেলপার প্রতিষ্ঠানের ইন্সপেক্টর মো. মামুন (৪৭), নিরাপত্তাকর্মী হেলাল (৪০) ও আব্দুর রশিদ (৬৫)।

দগ্ধ মো. মামুন জানান, টিপু সুলতান রোডে পুরাতন থানা ভবনের পাশে তাঁদের নির্মাণাধীন ভবন। দুই সপ্তাহ যাবৎ ওই সড়কে খনন করে ডিপিডিসির বিদ্যুতের কাজ চলছিল। গত রাতে তাদের প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ঠিক সামনে কাজ করছিল ডিপিডিসির লোকজন। সারা রাত তিনি ও তার প্রতিষ্ঠানের দুই নিরাপত্তাকর্মী সেই কাজ তদারক করছিলেন। যাতে তাদের ভবনের কোনো লাইন বিচ্ছিন্ন না হয়ে যায়। রাতে ভেকু মেশিন দিয়ে রাস্তা খননের সময় হঠাৎ গ্যাসলাইন লিক হয়ে যায়। সেখান দিয়ে প্রচণ্ড গ্যাস বের হতে থাকে। সঙ্গে সঙ্গে ডিপিডিসির কর্মীরা তিতাসকে বিষয়টি জানান।

মামুন আরও জানান, লিকেজের কিছুক্ষণ পর তারা সেই জায়গা থেকে একটু দূরে সরে বসে ছিলেন। ১৫ থেকে ২০ মিনিট পর হঠাৎ সেখান থেকে আগুন ধরে ওঠে। সেই আগুনে তাদের শরীর ঝলসে যায়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকেরা জানান, সোহেলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে, মামুনের ১২ শতাংশ, আনোয়ারের ২২ শতাংশ, হেলালের ১০ শতাংশ ও আব্দুর রশিদের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। আনোয়ার ও সোহেলকে ভর্তি রাখা হয়েছে। আর বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে। 

এদিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা জানান, রাত ২টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস থেকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যোগ দিয়ে ভোর ৫টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। রাস্তা খুরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) কাজ চালাচ্ছিল। সেখানে থাকা গ্যাসের লাইন লিকেজ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত