নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়ে তারা আগেও জানিয়েছে। আজকে তারা কেন এটি চায়, তা আরও ভালোভাবে তুলে ধরেছে। আমরাও মনোযোগের সঙ্গে বক্তব্যগুলো শুনেছি। তাদের যে বক্তব্য, তা আমরা আচার্যের কাছে তুলে ধরব। তাঁকে অবহিত করব। যেহেতু আচার্যই উপাচার্যকে নিয়োগ দেন অথবা অপসারণ করেন, সেহেতু বাকি সিদ্ধান্ত মহামান্য আচার্যই গ্রহণ করবেন।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাসংকট দূর করতেই শিক্ষার্থীদের আমন্ত্রণে তিনি এসেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা আমন্ত্রণ জানিয়েছিল আমাকে, যেন আমি তাদের এখানে আসি। তাদের আমন্ত্রণে আমরা এসেছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে আমরা কথা বলেছি। তারা তাদের কথা বলেছে। তাদের দাবিদাওয়া সম্পর্কে জানিয়েছে। ভালো আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, 'আমরা তাদের কথাগুলো বুঝতে চেষ্টা করেছি। তাদের যে দাবিদাওয়া আছে, সেগুলোর সবই বিশ্ববিদ্যালয়ের সংকট-সংশ্লিষ্ট। আবাসনসংকট, শিক্ষকদের মান অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সামগ্রিক পরিবেশ কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে তারা নিজেরাই চিন্তা করে বেশ কিছু প্রস্তাব দিয়েছে।’
শিক্ষার্থীদের দেওয়া প্রস্তাবগুলোর বেশ কয়েকটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাকি যেগুলো আছে সেগুলো স্বকীয় বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব তা পূরণ করতে পারব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দ্রুত ফিরে আসুক। কয়েক দিনের মধ্যেই শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এই বিশ্ববিদ্যালয়েও যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, সে জন্য আমরা সবাই মিলে কাজ করব।’
এদিকে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, মন্ত্রীর আশ্বাসে আপাতত বিশ্বাস রাখতে চান তাঁরা। তবে আচার্যকে অবহিতকরণ ও উপাচার্যের পদত্যাগের বিষয়ে আবারও দীর্ঘসূত্রতা তৈরি হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়ে তারা আগেও জানিয়েছে। আজকে তারা কেন এটি চায়, তা আরও ভালোভাবে তুলে ধরেছে। আমরাও মনোযোগের সঙ্গে বক্তব্যগুলো শুনেছি। তাদের যে বক্তব্য, তা আমরা আচার্যের কাছে তুলে ধরব। তাঁকে অবহিত করব। যেহেতু আচার্যই উপাচার্যকে নিয়োগ দেন অথবা অপসারণ করেন, সেহেতু বাকি সিদ্ধান্ত মহামান্য আচার্যই গ্রহণ করবেন।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাসংকট দূর করতেই শিক্ষার্থীদের আমন্ত্রণে তিনি এসেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা আমন্ত্রণ জানিয়েছিল আমাকে, যেন আমি তাদের এখানে আসি। তাদের আমন্ত্রণে আমরা এসেছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে আমরা কথা বলেছি। তারা তাদের কথা বলেছে। তাদের দাবিদাওয়া সম্পর্কে জানিয়েছে। ভালো আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, 'আমরা তাদের কথাগুলো বুঝতে চেষ্টা করেছি। তাদের যে দাবিদাওয়া আছে, সেগুলোর সবই বিশ্ববিদ্যালয়ের সংকট-সংশ্লিষ্ট। আবাসনসংকট, শিক্ষকদের মান অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সামগ্রিক পরিবেশ কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে তারা নিজেরাই চিন্তা করে বেশ কিছু প্রস্তাব দিয়েছে।’
শিক্ষার্থীদের দেওয়া প্রস্তাবগুলোর বেশ কয়েকটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাকি যেগুলো আছে সেগুলো স্বকীয় বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব তা পূরণ করতে পারব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দ্রুত ফিরে আসুক। কয়েক দিনের মধ্যেই শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। এই বিশ্ববিদ্যালয়েও যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, সে জন্য আমরা সবাই মিলে কাজ করব।’
এদিকে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, মন্ত্রীর আশ্বাসে আপাতত বিশ্বাস রাখতে চান তাঁরা। তবে আচার্যকে অবহিতকরণ ও উপাচার্যের পদত্যাগের বিষয়ে আবারও দীর্ঘসূত্রতা তৈরি হলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।
মাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক। তাঁর অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তাঁর পরিবার।
৭ মিনিট আগেঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বিটুমিন-পাথর মিশানোর ডিপো বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ করে তারা।
১০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর সিএনজিচালিত অটোরিকশাচালকদের হামলা ও মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেরাজধানীর মতিঝিলে অবস্থিত মেট্রোরেল স্টেশনে মেজবা উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল মেট্টোরেল স্টেশনে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগে