নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যক্ষ মাওলানা সালাহউদ্দিন (৮৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান।
আজ বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে ধানমন্ডির জিগাতলার বাসায় শয্যাশায়ী ছিলেন। অসুস্থতার কারণে তিনি বেশ কয়েক বছর খতিবের দায়িত্ব পালন করতে পারছিলেন না।
২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় খতিব পদে মাওলানা সালাহউদ্দিনের নিয়োগ নিয়ে মুসল্লিদের দুটি পক্ষের বিরোধে বায়তুল মোকাররম মসজিদে বেশ হট্টগোল হয়েছিল। তিনি ঢাকা মাদ্রাসা–ই–আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
মাওলানা সালাহউদ্দিন ১৯৪৪ সালে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া হাজবাদী গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে তাঁর জানাজা হবে। পরে বাদ আসর জিগাতলা মসজিদে জানাজা শেষে মিরপুরের মনিপুর বাবাহুজুর মসজিদ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যক্ষ মাওলানা সালাহউদ্দিন (৮৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান।
আজ বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে ধানমন্ডির জিগাতলার বাসায় শয্যাশায়ী ছিলেন। অসুস্থতার কারণে তিনি বেশ কয়েক বছর খতিবের দায়িত্ব পালন করতে পারছিলেন না।
২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় খতিব পদে মাওলানা সালাহউদ্দিনের নিয়োগ নিয়ে মুসল্লিদের দুটি পক্ষের বিরোধে বায়তুল মোকাররম মসজিদে বেশ হট্টগোল হয়েছিল। তিনি ঢাকা মাদ্রাসা–ই–আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
মাওলানা সালাহউদ্দিন ১৯৪৪ সালে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া হাজবাদী গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে তাঁর জানাজা হবে। পরে বাদ আসর জিগাতলা মসজিদে জানাজা শেষে মিরপুরের মনিপুর বাবাহুজুর মসজিদ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
গাইবান্ধার পলাশবাড়ীতে দেয়ালচাপায় রফিকুল ইসলাম (৫৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গৃধারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালীতে তিনটি অবৈধ অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। আজ রোববার (১১ মে) সকাল ৬টার দিকে বাঁশখালী থানার সামনে বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় তারা। এ সময় অটোরিকশাটি থেকে দুটি একনলা বন্দুক ও একটি এলজিসহ দুজনকে আটক করা হয়।
৮ মিনিট আগেটানা কয়েক দিনের তীব্র দাবদাহের পর ময়মনসিংহে বৃষ্টির দেখা মিলেছে। এতে উত্তাপ কমে জনমনে ফিরেছে স্বস্তি। আজ রোববার বেলা ৩টার পর নগরীর বিভিন্ন এলাকা ও ত্রিশাল উপজেলায় শিলাবৃষ্টি হয়।
১৬ মিনিট আগেরাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের নেতা আয়েন উদ্দিনের ভায়রা গিয়াস উদ্দিন মাস্টার হজযাত্রীদের কাছে থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাজশাহীর নিউ যমুনা ফ্যাব্রিক্স হজ কাফেলার পরিচালক করে এই অভিযোগ করেছেন। আজ রোববার সকালে রাজশাহী নগরের পূবাল
১৭ মিনিট আগে