Ajker Patrika

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা, মা আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানেরমারটেক এলাকায় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুই শিশুর মা সালেহা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত দুই শিশু হলো সালেহার মেয়ে মালিহা (৬) ও ছেলে আব্দুল্লাহ (৪)। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। আব্দুল বাতেন পরিবার নিয়ে টঙ্গীর রূপবানেরমারটেক এলাকায় আটতলা একটি ভবনের তৃতীয়তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেছে, বিকেলে শিশু দুটির বাবা বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে ঘরের মেঝেতে দুই সন্তানের রক্তাক্ত লাশ দেখতে পান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে নিহত শিশু দুটির মা সালেহা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত