ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে করে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
আজ বুধবার বেলা ১১টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেলা ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় পরিবহনশ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটে অনেকে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছায়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, মালিকপক্ষ তাঁদের শ্রমের ন্যায্যমূল্য দেয় না। বেতন বৃদ্ধির কথা থাকলেও মাসে মাত্র ৭ হাজার টাকা বেতন দেয়। এ ছাড়া সাপ্তাহিক ছুটি দিলেও ওই দিনের বেতন কেটে নেয়। আবার সবার যাতে বেতন বৃদ্ধির দাবি তোলা না হয়, সে জন্য কিছু শ্রমিককে টাকা দিয়ে হাত করার চেষ্টা করে।
শ্রমিকদের অভিযোগ, এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বসলেও কোনো সমাধান হয়নি। এ কারণে আজ মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসন মালিকপক্ষকে ২১ এপ্রিলের মধ্যে সমস্যা সমাধান করতে বলেছে। এ কারণে শ্রমিকেরা আন্দোলন আপাতত স্থগিত করেছেন।
শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসি। শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। চলতি মাসের ২১ তারিখের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রচলিত শ্রম আইনে তাঁদের বেতনকাঠামো ঠিক করে দেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’
এ বিষয়ে চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির ব্যবস্থাপক ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মানিকগঞ্জে চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে করে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
আজ বুধবার বেলা ১১টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেলা ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
তিন ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় পরিবহনশ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটে অনেকে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছায়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, মালিকপক্ষ তাঁদের শ্রমের ন্যায্যমূল্য দেয় না। বেতন বৃদ্ধির কথা থাকলেও মাসে মাত্র ৭ হাজার টাকা বেতন দেয়। এ ছাড়া সাপ্তাহিক ছুটি দিলেও ওই দিনের বেতন কেটে নেয়। আবার সবার যাতে বেতন বৃদ্ধির দাবি তোলা না হয়, সে জন্য কিছু শ্রমিককে টাকা দিয়ে হাত করার চেষ্টা করে।
শ্রমিকদের অভিযোগ, এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বসলেও কোনো সমাধান হয়নি। এ কারণে আজ মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসন মালিকপক্ষকে ২১ এপ্রিলের মধ্যে সমস্যা সমাধান করতে বলেছে। এ কারণে শ্রমিকেরা আন্দোলন আপাতত স্থগিত করেছেন।
শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসি। শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। চলতি মাসের ২১ তারিখের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রচলিত শ্রম আইনে তাঁদের বেতনকাঠামো ঠিক করে দেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’
এ বিষয়ে চায়না হার্ডওয়্যার বিডি কোম্পানির ব্যবস্থাপক ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বরিশালের মেঘনাবেষ্টিত হিজলা উপজেলায় গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দল। এসব জেলে অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ জাল দিয়ে চিংড়ির রেণু আহরণ করছিলেন।
৩ মিনিট আগেসিলেট নগরের ৭ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজুকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
৫ মিনিট আগেবগুড়ায় আদালতের হাজতখানায় হত্যা মামলার আসামিদের হাতে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীর জমিদার আন্নর আলী খাঁর চালু করা ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলা এ বছর হচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা উদ্যাপন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মিয়াবাড়ির বংশধর ও আয়োজক কমিটির সদস্য শাহাদাত হোসেন খান বিষয়টি
১১ মিনিট আগে