Ajker Patrika

বেইলি রোডে বহুতল ভবনে আগুন: আটকা পড়াদের খোঁজে স্বজনদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০১: ৩৬
বেইলি রোডে বহুতল ভবনে আগুন: আটকা পড়াদের খোঁজে স্বজনদের ভিড়

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। ভবনে আটকা পড়াদের খোঁজে ভিড় করছেন স্বজনেরা। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। দুই ঘণ্টা পর ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

মুক্তা দাস নামের এক নারী আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে তাঁর খালাতো বোন পরিবার নিয়ে ভবনের তৃতীয় তলায় কেএফসিতে এসেছিলেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোন বন্ধ রয়েছে। খালাতো বোন ও ভাগনি নিখোঁজ রয়েছেন। 

মুক্তা দাসের মতো এমন অনেকেই স্বজনদের খোঁজে বহুতল ভবনের নিচে ভিড় করছেন। অনেকে ছবি হাতে স্বজনদের খুঁজছেন। 

 ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: জাহিদুল ইসলামবোনকে খুঁজতে আসা সাফায়েত নামের এক ব্যক্তি বলেন, তাঁর বোনের নাম লামিশা, সে বুয়েটের শিক্ষার্থী। ওই ভবনের দ্বিতীয় তলায় রেস্টুরেন্টে খেতে এসেছিল। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না। 

ভবনটির নিচ তলায় স্যামসাং ও গেজেট অ্যান্ড গিয়ার নামক দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের প্রায় দুই কোটি টাকার মালামাল রয়েছে। ভেতরে কী হয়েছে এখনো আমরা জানি না।’ 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা ভেতরে তল্লাশি করছি। আটকা পড়াদের জীবিত উদ্ধারে যতটুকু করা সম্ভব, আমরা সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয় নাই। আগুন নিয়ন্ত্রণে তারপরও ভেতরে ধোঁয়া আছে। আমরা যতজন পারছি, জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছি।’ 

 বেইলি রোডে বহুতল ভবনে আগুন। ছবি: সংগৃহীতএদিকে এ ঘটনায় সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আহতরা হলেন—শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২), জুয়েল (৩০) ও সিজান (২২)। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ভবনের বিভিন্ন তলায় আটকা পড়েছিলেন তাঁরা। তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন— 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত