গাজীপুর প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এর মধ্যে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য মালিকপক্ষ বন্ধ ঘোষণা করেছে। আজ রোববার মহানগরীর তিন সড়কের দুটি ও কাশিমপুর এলাকার একটি কারখানায় এ বিক্ষোভ করেন তাঁরা।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, মহানগরীর কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন, কাজের দর বৃদ্ধিসহ বেশ কিছু দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছিলেন।
আজ সকালে শ্রমিকেরা কারখানা গেটে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনার পর থেকে কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
কারখানা বন্ধের নোটিশে বলা হয়েছে, মার্ক সোয়েটার লিমিটেড কারখানার সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান বেআইনি ধর্মঘট এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইনে ধারা-১০ (১) অনুযায়ী ১১ মে, রোববার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হলো।
নোটিশে আরও বলা হয়, নিরাপত্তা প্রহরী এবং প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তিরা এই নোটিশের আওতামুক্ত থাকবে। পরবর্তী সময় কারখানা খোলার অনুকূল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।
কারখানার শ্রমিকেরা জানান, কাজের মূল্য বৃদ্ধির জন্য শ্রমিকেরা কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। আজ শ্রমিকদের দাবির বিষয়ে কাজের দর প্রকাশ করার কথা থাকলেও সকালে মালিকপক্ষ কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দিয়েছে। এ সময় তাঁরা কারখানা খুলে দেওয়ার জন্য বিক্ষোভ করেন।
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘কাজের মূল্য বৃদ্ধি, এক কর্মকর্তার অপসারণসহ বেশ কিছু দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকেরা আন্দোলন করছিল। যে কারণে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এ কারণে শ্রমিকেরা সকালে কারখানার সামনে বিক্ষোভ করে। তবে পরিবেশ শান্ত রয়েছে।’
অপর দিকে, মহানগরীর সদর মেট্রো থানাধীন তিন সড়ক এলাকায় দুটি কারখানার ছাঁটাই হওয়া শ্রমিকেরা তাঁদের ১৪ মাসের বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন।
পুলিশ ও শ্রমিকেরা জানান, মহানগরীর সদর মেট্রো থানাধীন তিন সড়ক এলাকায় একই মালিকানাধীন স্টাইল ক্র্যাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডি নামের দুটি কারখানা রয়েছে। কারখানা দুটিতে ২০২৩ সালে নানা দাবিতে শ্রমিক আন্দোলন হলে কর্তৃপক্ষ বেশ কিছু শ্রমিক ছাঁটাই করে।
এসব শ্রমিকের ১৪ মাসের বেতন পাওনা রয়েছে। গত ঈদে কিছু শ্রমিককে ২০ হাজার টাকা করে পরিশোধ করা হয়েছিল। চলতি মাসের ৭ তারিখ অবশিষ্ট শ্রমিকদের বকেয়া পরিশোধ করার কথা ছিল।
কিন্তু শ্রমিকেরা তিন দিন অপেক্ষা করে পাওনা না পেয়ে আজ সকালে কারখানার সামনে যান। এ সময় তাঁদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর কারখানা দুটির ছাঁটাইকৃত শ্রমিকেরা সকালে তাঁদের ১৪ মাসের বকেয়া বেতনের টাকা পাওনার দাবিতে বিক্ষোভ করেন। তাঁরা দাবি আদায়ের জন্য গাজীপুর মহানগর পুলিশ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা।
জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, তিন সড়ক এলাকার কারখানা দুটির ২০২৩ সালে ছাঁটাইকৃত শ্রমিকেরা তাঁদের পাওনার জন্য বিক্ষোভ করছেন। তাঁদের বেতন পাওয়ার অধিকার রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এর মধ্যে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য মালিকপক্ষ বন্ধ ঘোষণা করেছে। আজ রোববার মহানগরীর তিন সড়কের দুটি ও কাশিমপুর এলাকার একটি কারখানায় এ বিক্ষোভ করেন তাঁরা।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, মহানগরীর কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন, কাজের দর বৃদ্ধিসহ বেশ কিছু দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছিলেন।
আজ সকালে শ্রমিকেরা কারখানা গেটে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনার পর থেকে কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
কারখানা বন্ধের নোটিশে বলা হয়েছে, মার্ক সোয়েটার লিমিটেড কারখানার সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান বেআইনি ধর্মঘট এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইনে ধারা-১০ (১) অনুযায়ী ১১ মে, রোববার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হলো।
নোটিশে আরও বলা হয়, নিরাপত্তা প্রহরী এবং প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তিরা এই নোটিশের আওতামুক্ত থাকবে। পরবর্তী সময় কারখানা খোলার অনুকূল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।
কারখানার শ্রমিকেরা জানান, কাজের মূল্য বৃদ্ধির জন্য শ্রমিকেরা কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। আজ শ্রমিকদের দাবির বিষয়ে কাজের দর প্রকাশ করার কথা থাকলেও সকালে মালিকপক্ষ কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দিয়েছে। এ সময় তাঁরা কারখানা খুলে দেওয়ার জন্য বিক্ষোভ করেন।
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘কাজের মূল্য বৃদ্ধি, এক কর্মকর্তার অপসারণসহ বেশ কিছু দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকেরা আন্দোলন করছিল। যে কারণে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এ কারণে শ্রমিকেরা সকালে কারখানার সামনে বিক্ষোভ করে। তবে পরিবেশ শান্ত রয়েছে।’
অপর দিকে, মহানগরীর সদর মেট্রো থানাধীন তিন সড়ক এলাকায় দুটি কারখানার ছাঁটাই হওয়া শ্রমিকেরা তাঁদের ১৪ মাসের বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন।
পুলিশ ও শ্রমিকেরা জানান, মহানগরীর সদর মেট্রো থানাধীন তিন সড়ক এলাকায় একই মালিকানাধীন স্টাইল ক্র্যাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডি নামের দুটি কারখানা রয়েছে। কারখানা দুটিতে ২০২৩ সালে নানা দাবিতে শ্রমিক আন্দোলন হলে কর্তৃপক্ষ বেশ কিছু শ্রমিক ছাঁটাই করে।
এসব শ্রমিকের ১৪ মাসের বেতন পাওনা রয়েছে। গত ঈদে কিছু শ্রমিককে ২০ হাজার টাকা করে পরিশোধ করা হয়েছিল। চলতি মাসের ৭ তারিখ অবশিষ্ট শ্রমিকদের বকেয়া পরিশোধ করার কথা ছিল।
কিন্তু শ্রমিকেরা তিন দিন অপেক্ষা করে পাওনা না পেয়ে আজ সকালে কারখানার সামনে যান। এ সময় তাঁদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর কারখানা দুটির ছাঁটাইকৃত শ্রমিকেরা সকালে তাঁদের ১৪ মাসের বকেয়া বেতনের টাকা পাওনার দাবিতে বিক্ষোভ করেন। তাঁরা দাবি আদায়ের জন্য গাজীপুর মহানগর পুলিশ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা।
জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, তিন সড়ক এলাকার কারখানা দুটির ২০২৩ সালে ছাঁটাইকৃত শ্রমিকেরা তাঁদের পাওনার জন্য বিক্ষোভ করছেন। তাঁদের বেতন পাওয়ার অধিকার রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের আবু সিদ্দিক (৪০) ও তাঁর ভাই আবু তাহের (৩৬)। গতকাল রোববার দুপুরে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ...
৩৫ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে চোরাচালান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর পায়ে দুটি গুলি লেগেছে। উপজেলার পল্লাটিপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন...
১ ঘণ্টা আগেদুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৮ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৯ ঘণ্টা আগে