নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে এক তরুণীকে (২০) ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তিন আসামির প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বন্দর উপজেলার হরিবাড়ী এলাকার মৃত আব্দুল মোমেনের ছেলে মুন্না ওরফে টুকুন (৩৫), বন্দরের ত্রিবেনী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৪৩) এবং বন্দরের পূর্বপাড়া এলাকার ওমর খাঁয়ের ছেলে ফারুক (৩৫)।
তবে রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৭ সালের ২৪ এপ্রিল থেকে ভুক্তভোগী তরুণী বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হন। এরপর ২৭ এপ্রিল বন্দরের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্ত ফারুকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন ফারুকের সঙ্গে ঘুরতে বের হলে ফারুক কৌশলে সহযোগী আমজাদ ও মুন্নাকে নিয়ে মেয়েটিকে দলবেঁধে ধর্ষণ করে। পরে তাঁকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় লাশ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করে আদালত। মামলায় আসামিদের তালিকায় ভুক্তভোগী তরুণীর স্বামীর নাম থাকলেও তার বিষয়ে প্রমাণ না পাওয়ায় চার্জশিট থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
নারায়ণগঞ্জের বন্দরে এক তরুণীকে (২০) ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তিন আসামির প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বন্দর উপজেলার হরিবাড়ী এলাকার মৃত আব্দুল মোমেনের ছেলে মুন্না ওরফে টুকুন (৩৫), বন্দরের ত্রিবেনী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৪৩) এবং বন্দরের পূর্বপাড়া এলাকার ওমর খাঁয়ের ছেলে ফারুক (৩৫)।
তবে রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৭ সালের ২৪ এপ্রিল থেকে ভুক্তভোগী তরুণী বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হন। এরপর ২৭ এপ্রিল বন্দরের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্ত ফারুকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন ফারুকের সঙ্গে ঘুরতে বের হলে ফারুক কৌশলে সহযোগী আমজাদ ও মুন্নাকে নিয়ে মেয়েটিকে দলবেঁধে ধর্ষণ করে। পরে তাঁকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় লাশ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করে আদালত। মামলায় আসামিদের তালিকায় ভুক্তভোগী তরুণীর স্বামীর নাম থাকলেও তার বিষয়ে প্রমাণ না পাওয়ায় চার্জশিট থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেগুলো ভেঙে সঠিক জায়গায় নেওয়ার কাজও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ মিলনায়তনে আয়োজিত ‘সমস্যার..
২ মিনিট আগেবগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
৭ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
১১ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে ছাত্রকল্যাণ কেন্দ্র চত্বরে শিক্ষার্থীরা অনশনে বসেন। তাঁদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন
২৬ মিনিট আগে