Ajker Patrika

রাজধানীতে খোলা স্থানে নির্মাণসামগ্রী রাখায় ভবনমালিকদের জরিমানা

বাসস, ঢাকা  
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৬: ৫০
রাজধানীতে খোলা স্থানে নির্মাণসামগ্রী রাখায় ভবনমালিকদের জরিমানা

রাজধানী ঢাকার ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কণ্ডু এবং সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি-২ নম্বর রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন সিটি কলেজের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনে উন্মুক্ত অবস্থায় নির্মাণসামগ্রী রাখার দায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুই ঘণ্টার মধ্যে সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয়।

অন্যদিকে একই দিন বাড্ডার আফতাবনগর এলাকায় চালানো অভিযানে উন্মুক্তভাবে নির্মাণসামগ্রী রাখায় ছয়টি নির্মাণাধীন ভবনের মালিকপক্ষকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আশপাশের অন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত