Ajker Patrika

ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে নিহত তিন কৃষক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে আলাদা স্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। আজ রোববার (১১ মে) বেলা ৩টার দিকে জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার আফসর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগরের ইউনুছ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও কুলিয়ারচর উপজেলার হাজারীনগর এলাকার সফিক ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফারুক মিয়া বেলা সাড়ে ৩টার দিকে হাওরের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন। এ ছাড়া উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফয়সাল বাড়ির পাশের জমিতে ধানের খড় আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন। অপরদিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজারীনগর গ্রামের কবির হোসেন জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন। নিহত কবির ভৈরবের হাজী আসমত কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তিনজনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক মিয়ার ভাতিজা খোকন মিয়া বলেন, ‘বাড়ির পশ্চিম পাশে জমিতে কাজ করছিলেন আমার চাচা। আকাশ মেঘলা দেখে বেলা সাড়ে ৩টার দিকে বাড়িতে আসার মুহূর্তে বজ্রপাতে আহত হন। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

নিহত কবির হোসেনের বাবা সাফু মিয়া জানান, কবির গরুকে খাবার দিয়ে মা ও ভাবির সঙ্গে খড় আনতে মাঠে যান। একবার আনার পর দ্বিতীয়বার গেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় সে বাড়িতে আসার পথে বজ্রপাতে নিহত হন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত তিন রোগীকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়।

এদিকে হোসেনপুর উপজেলার কুড়িঘাট এলাকায় বজ্রপাতে আহত হন আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর। স্থানীয় লোকজন তাঁকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা তানভীর হাসান জিকো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত