Ajker Patrika

হালনাগাদ হয়নি নির্বাচন কমিশনের ওয়েবসাইট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৬
হালনাগাদ হয়নি নির্বাচন কমিশনের ওয়েবসাইট 

আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ হয়ে গেছে ১৪ ফেব্রুয়ারি। শেষ দিনের সংবাদ সম্মেলনেও নির্বাচন আয়োজনে নিজেকে সফল দাবি করে গেছেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। যদিও একই কার্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দাবি করেন, গণতন্ত্র নেই, পড়ে আছে তার লাশ। তাদের দায়িত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বক্তব্যগুলোও চলে গেছে ইতিহাসের পাতায়। তবে মানুষগুলো ঠিকই রয়ে গেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। পদ-পদবিসহ।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, এখনো হালনাগাদ হয়নি সেটি। প্রধান নির্বাচন কমিশনা ও নির্বাচন কমিশনারদের ছবিসহ পরিচয় দেওয়া রয়েছে।

ইসির জনসংযোগ শাখার একজন কর্মকর্তা জানান, নিয়মানুযায়ী কোনো কমিশনের মেয়াদ শেষ হলে প্রশাসনিক দায়িত্ব পালন করেন ইসি সচিব। যেখানে এখন আছেন হুমায়ুন কবীর খন্দকার। সদ্য সাবেক সিইসি ও কমিশনারদের ছবিসহ পরিচয় ওয়েবসাইটে থাকার বিষয়ে তিনি বলেন, ‘এটা হয়তো আইটি শাখা খেয়াল করেনি।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটের নামগুলো শিগগিরই সরে যাবে। স্যাররা তো গতকালই শেষ অফিস করেছেন। নতুন কমিশন এলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে। আর এখন যা আছে, সেটা তাড়াতাড়ি সরবে। কাজ চলমান। এটা নিয়ে ভুল বার্তা যাওয়ার মতো কিছু ঘটবে না বলে আশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত