Ajker Patrika

ভূঞাপুর থানায় সেবা গ্রহীতাদের জন্য ‘মুক্ত পাঠাগার’

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ভূঞাপুর থানায় সেবা গ্রহীতাদের জন্য ‘মুক্ত পাঠাগার’

থানায় সেবা নিতে আসা মানুষদের অনেক ক্ষেত্রেই কাজের জন্য অপেক্ষা করতে হয়। আর তাদের এই অপেক্ষমাণ সময় কাটানোর জন্য টাঙ্গাইলের ভূঞাপুর থানার করা হয়েছে পাঠাগারের ব্যবস্থায়। 

 ‘ছায়া নীড়’ নামে একটি সংগঠনের সৌজন্যে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম তাঁর বর্তমান কর্মস্থলে ‘ভূঞাপুর থানা মুক্ত পাঠাগার’ স্থাপন করেছেন। 

এতে থানার ভেতরে সেবাগ্রহীতারা সেবা নিতে এসে অপেক্ষারত লোকজন থানার ভেতরে মুক্ত পাঠাগার থেকে যে কোনো ধরনের বই পড়তে পারছেন। এ ছাড়াও পাঠাগার থেকে রেজিস্ট্রার খাতায় তালিকাবদ্ধ করার মাধ্যমে বাড়িতে নিয়ে গিয়ে বই পড়ার সুবিধা রয়েছে। 

জানতে চাইলে ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, প্রায় দুই সপ্তাহ আগে ‘ছায়া নীড়’ নামে একটি সামাজিক সংগঠনের সৌজন্যে থানার ভেতরে এক কোনায় পাঠাগারটি স্থাপন করা হয়েছে। মূলত থানায় নানা ধরনের লোকজন সেবা নিতে আসেন। অনেক সময় তাঁদের অপেক্ষা করতে হয়। অপেক্ষার সময়টুকু সেবাগ্রহীতারা যাতে বই পড়ে কাটান সে লক্ষ্যে থানার ভেতরে এমন একটি পাঠাগার স্থাপন করেছে থানা কর্তৃপক্ষ। 

ওসি আরও জানান, মুক্ত পাঠাগারে শিশু কিশোরদের বই থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্য, সাহিত্য, বিনোদন, রাজনীতি, অর্থনীতি, উপন্যাস, প্রবন্ধ, রচনা সমগ্র, জীবনী, ছোট গল্প, কবিতা, ভাষাতত্ত্ব, খেলাধুলা, দেশি-বিদেশি গুণী ব্যক্তিদের লেখা নানা ধরনের বই বিজ্ঞানসহ সাহিত্যের প্রায় সকল শাখার শতাধিক বই রয়েছে এই পাঠাগারে। এ ছাড়াও স্থানীয় লেখকদেরও বিভিন্ন ধরনের বই সংগ্রহে রয়েছে। 

থানায় সেবা নিতে আসা রফিকুল ইসলাম রবি, ফরমান শেখ ও শেখ রুবেল জানান, থানায় ওসির সঙ্গে একটি বিষয়ে আলোচনা করতে আসেন। তখন ওসিকে অন্য একটি কাজে ব্যস্ত থাকতে দেখেন। পরে অফিসের এক কোনায় পাঠাগার দেখতে পান তাঁরা। অপেক্ষারত সময়ে সেখান থেকে ‘ভূঞাপুরের ইতিহাস ও মুক্তিযুদ্ধ’ এবং ‘ভাষার প্রতি ভালোবাসা’ নামক বই সংগ্রহ করে পড়েন। এভাবে অপেক্ষারত সময়গুলো কাটান তাঁরা। 

এ বিষয়ে ওসি ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘সৃজনশীল জাতি গঠনে পাঠাগারের গুরুত্ব অপরিসীম। সে লক্ষ্যে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ও ছায়া নীড় নামে একটি সংগঠনের সৌজন্যে ভূঞাপুর থানা মুক্ত পাঠাগার স্থাপন করি। থানায় সেবা নিতে আসা লোকজন এখানে তাদের পছন্দের বই পড়তে পারবেন। এ ছাড়া বই ফেরত দেওয়ার শর্তে বাড়িতে নিয়ে পড়ার সুযোগও রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত