ঢামেক প্রতিবেদক
রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ব্যাটারি চালিত রিকশা ধরতে গিয়ে রাস্তায় পরে মাহফুজ হেলাল (২৩) নামে এক আনসার সদস্য মারা গেছেন।
আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাইডিপেন্ডেন্সি ইউনিটে মৃত্যু হয় তাঁর। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, গত শনিবার রাতে টিএসসি এলাকায় টহল ডিউটিতে ছিলেন আনসার সদস্য হেলাল। সেখানে ব্যাটারিচালিত রিকশা ধরতে গিয়ে পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি আরও জানান, এর আগে এক নারী তাঁর ব্যাটারিচালিত রিকশা চুরি হওয়ার অভিযোগে শাহবাগ থানায় জিডি করেন। ঘটনার দিন আনসার সদস্য হেলাল টিএসসি এলাকায় ডিউটি করাকালীন একটি রিকশা দেখে সন্দেহ হয়। ওই রিকশা ধরতেই পুলিশের গাড়ি থেকে দ্রুত নামতে গিয়ে পা পিছলে সড়কে পড়ে যান।
ঢামেক হাসপাতালে হেলালের বাবা আবারুল ইসলাম ঢালী জানান, তাঁদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার ঢালীবাড়ি গ্রামে। হেলাল শাহবাগ থানায় সাধারণ আনসার হিসেবে কর্মরত ছিলেন। এক ভাই ও দুই বোনের মধ্যে হেলাল সবার বড়। দুই বছর আগে আনসার বাহিনীতে যোগ দেন।
ওসি বলেন, ‘গত শনিবার দিবাগত রাতে শাহবাগ থানার মাধ্যমে খবর পাই, শাহবাগ টিএসসি মোড়ে ডিউটিরত অবস্থায় গাড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় হেলাল। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁরা গ্রাম থেকে এসে হেলালকে ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে পায়।’
রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ব্যাটারি চালিত রিকশা ধরতে গিয়ে রাস্তায় পরে মাহফুজ হেলাল (২৩) নামে এক আনসার সদস্য মারা গেছেন।
আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাইডিপেন্ডেন্সি ইউনিটে মৃত্যু হয় তাঁর। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, গত শনিবার রাতে টিএসসি এলাকায় টহল ডিউটিতে ছিলেন আনসার সদস্য হেলাল। সেখানে ব্যাটারিচালিত রিকশা ধরতে গিয়ে পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি আরও জানান, এর আগে এক নারী তাঁর ব্যাটারিচালিত রিকশা চুরি হওয়ার অভিযোগে শাহবাগ থানায় জিডি করেন। ঘটনার দিন আনসার সদস্য হেলাল টিএসসি এলাকায় ডিউটি করাকালীন একটি রিকশা দেখে সন্দেহ হয়। ওই রিকশা ধরতেই পুলিশের গাড়ি থেকে দ্রুত নামতে গিয়ে পা পিছলে সড়কে পড়ে যান।
ঢামেক হাসপাতালে হেলালের বাবা আবারুল ইসলাম ঢালী জানান, তাঁদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার ঢালীবাড়ি গ্রামে। হেলাল শাহবাগ থানায় সাধারণ আনসার হিসেবে কর্মরত ছিলেন। এক ভাই ও দুই বোনের মধ্যে হেলাল সবার বড়। দুই বছর আগে আনসার বাহিনীতে যোগ দেন।
ওসি বলেন, ‘গত শনিবার দিবাগত রাতে শাহবাগ থানার মাধ্যমে খবর পাই, শাহবাগ টিএসসি মোড়ে ডিউটিরত অবস্থায় গাড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় হেলাল। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁরা গ্রাম থেকে এসে হেলালকে ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে পায়।’
বিক্ষুব্ধ অটোরিকশাচালকদের দাবি, সম্প্রতি কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জিহাদের লোকজন অটোরিকশাচালকদের কাছ থেকে মাসে ৩-৪ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের লোকজন বেশ কয়েকটি...
৬ মিনিট আগেরাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ৫টি ইউনিটের চেষ্টায় ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
১ ঘণ্টা আগেফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে বোয়ালমারী পৌরসভার কাজী হারুন শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সমালোচনা করে সদর ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব প্রকাশ্যে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (৫ মার্চ) দুপুরে রৌমারী উপজেলা পরিষদ চত্বরে তাঁকে মারধর করেন উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক।
১ ঘণ্টা আগে