Ajker Patrika

রাজধানীতে রিকশা ধরতে গিয়ে রাস্তায় পড়ে আনসার সদস্যের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে রিকশা ধরতে গিয়ে রাস্তায় পড়ে আনসার সদস্যের মৃত্যু

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ব্যাটারি চালিত রিকশা ধরতে গিয়ে রাস্তায় পরে মাহফুজ হেলাল (২৩) নামে এক আনসার সদস্য মারা গেছেন।

আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাইডিপেন্ডেন্সি ইউনিটে মৃত্যু হয় তাঁর। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, গত শনিবার রাতে টিএসসি এলাকায় টহল ডিউটিতে ছিলেন আনসার সদস্য হেলাল। সেখানে ব্যাটারিচালিত রিকশা ধরতে গিয়ে পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, এর আগে এক নারী তাঁর ব্যাটারিচালিত রিকশা চুরি হওয়ার অভিযোগে শাহবাগ থানায় জিডি করেন। ঘটনার দিন আনসার সদস্য হেলাল টিএসসি এলাকায় ডিউটি করাকালীন একটি রিকশা দেখে সন্দেহ হয়। ওই রিকশা ধরতেই পুলিশের গাড়ি থেকে দ্রুত নামতে গিয়ে পা পিছলে সড়কে পড়ে যান।

ঢামেক হাসপাতালে হেলালের বাবা আবারুল ইসলাম ঢালী জানান, তাঁদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার ঢালীবাড়ি গ্রামে। হেলাল শাহবাগ থানায় সাধারণ আনসার হিসেবে কর্মরত ছিলেন। এক ভাই ও দুই বোনের মধ্যে হেলাল সবার বড়। দুই বছর আগে আনসার বাহিনীতে যোগ দেন।

ওসি বলেন, ‘গত শনিবার দিবাগত রাতে শাহবাগ থানার মাধ্যমে খবর পাই, শাহবাগ টিএসসি মোড়ে ডিউটিরত অবস্থায় গাড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় হেলাল। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁরা গ্রাম থেকে এসে হেলালকে ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে পায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত