নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লা পুলিশ লাইনস সংলগ্ন একটি পোশাক কারখানা থেকে শয়ন চন্দ্র মণ্ডল (৪৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে বেস্ট অ্যাপারেলস কারখানার ভেতরে পরিত্যক্ত স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত শয়ন নারায়ণগঞ্জ জেলা শহরের শেরে বাংলা রোড এলাকার জতীন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি লাশটি বেশ কয়েক দিন আগের। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
পরিদর্শক মহসিন আরও বলেন, ‘লাশটির চারপাশে মাদকের নানান সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মাদক সেবনকারীরা এখানে এসে আড্ডা দিতেন। লাশ বিকৃত হয়ে যাওয়ায় মৃত্যুর প্রাথমিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ড বা মাদকের প্রভাবে তাঁর মৃত্যু হতে পারে।’
এ বিষয়ে জানতে বেস্ট অ্যাপারেলস কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি।
কারখানার কয়েকজন কর্মী বলেন, ‘কারখানার পেছনে জঙ্গল থেকে দুর্গন্ধ আসতে থাকে। সাধারণত ওই স্থানে কেউ যেত না। পরে প্রহরীরা সেখানে গিয়ে অজ্ঞাত লাশ দেখতে পান।’
নিহতের বাবা জতীন্দ্র মণ্ডল বলেন, ‘শয়নের স্ত্রী ও সন্তান আছে। কিন্তু নেশার টাকার জন্য বাড়িতে প্রায় সময়েই অশান্তি তৈরি করত। ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করত।’
নারায়ণগঞ্জের ফতুল্লা পুলিশ লাইনস সংলগ্ন একটি পোশাক কারখানা থেকে শয়ন চন্দ্র মণ্ডল (৪৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে বেস্ট অ্যাপারেলস কারখানার ভেতরে পরিত্যক্ত স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত শয়ন নারায়ণগঞ্জ জেলা শহরের শেরে বাংলা রোড এলাকার জতীন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি লাশটি বেশ কয়েক দিন আগের। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
পরিদর্শক মহসিন আরও বলেন, ‘লাশটির চারপাশে মাদকের নানান সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মাদক সেবনকারীরা এখানে এসে আড্ডা দিতেন। লাশ বিকৃত হয়ে যাওয়ায় মৃত্যুর প্রাথমিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ড বা মাদকের প্রভাবে তাঁর মৃত্যু হতে পারে।’
এ বিষয়ে জানতে বেস্ট অ্যাপারেলস কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি।
কারখানার কয়েকজন কর্মী বলেন, ‘কারখানার পেছনে জঙ্গল থেকে দুর্গন্ধ আসতে থাকে। সাধারণত ওই স্থানে কেউ যেত না। পরে প্রহরীরা সেখানে গিয়ে অজ্ঞাত লাশ দেখতে পান।’
নিহতের বাবা জতীন্দ্র মণ্ডল বলেন, ‘শয়নের স্ত্রী ও সন্তান আছে। কিন্তু নেশার টাকার জন্য বাড়িতে প্রায় সময়েই অশান্তি তৈরি করত। ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করত।’
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
৪ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
৯ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ...
১০ মিনিট আগেঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলায় বাসচাপায় মাদারীপুরের একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ ও অভিযুক্ত চালকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন এলাকাবাসী।
১২ মিনিট আগে