Ajker Patrika

মাদারীপুরে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষ, নিহত ২ 

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৪৭
মাদারীপুরে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষ, নিহত ২ 

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী বালীর ছেলে রিফাত বালী (১৯) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃধার মোড় এলাকার মুক্তার সরদারের ছেলে মারুফ সরদার (৩০)। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিফাত বালী ও মারুফ সরদার মোটরসাইকেলে করে মাদারীপুর শহর থেকে মঠের বাজারের দিকে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক রিফাত বালী মারা যান। স্থানীয়রা আহত মারুফ সরদারকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। 

মাদারীপুর সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত