নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে ওয়াসা ও গণপূর্তের মালিকানাধীন তিনটি ভবনসহ ১৭ ভবনের কর্তৃপক্ষ সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে ১৪ মামলায় ২ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ডিএসসিসির এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সেন্ট্রাল রোড এলাকার অভিযানে আদালত ৩০টি স্থাপনা পরিদর্শন করেন এবং একটি বাড়ি ও দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়া ১০ নং ওয়ার্ডের মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার অভিযানে আদালত ৫০টি ভবন পরিদর্শন করেন আদালত। এ সময় রাজারবাগ পুলিশ লাইনসে টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গণপূর্তের নির্মাণাধীন তিনটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের ১৫টি স্থাপনা পরিদর্শন এবং মশার লার্ভা পাওয়ায় গ্রীন এগ্রো ট্যানারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা; কাজী আলাউদ্দিন রোড এলাকায় ২৫টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং আজাহার মার্কেট কর্তৃপক্ষকে ৫০ হাজার ও একটি ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা; ৫০ নং ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার ২০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং একটি একটি বাড়ি ও একটি দোকান মালিককে ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জনতাবাগ, দনিয়া ও কদমতলী এলাকার অভিযানে আদালত ৫৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
ডিএনসিসির উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে ৪টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা, পল্লবী এলাকায় পরিচালিত অভিযানে ৫টি মামলায় ২ লাখ ৫ হাজার টাকা, বনানী বারিধারা এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে তিনটি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে ওয়াসা ও গণপূর্তের মালিকানাধীন তিনটি ভবনসহ ১৭ ভবনের কর্তৃপক্ষ সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে ১৪ মামলায় ২ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ডিএসসিসির এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সেন্ট্রাল রোড এলাকার অভিযানে আদালত ৩০টি স্থাপনা পরিদর্শন করেন এবং একটি বাড়ি ও দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়া ১০ নং ওয়ার্ডের মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার অভিযানে আদালত ৫০টি ভবন পরিদর্শন করেন আদালত। এ সময় রাজারবাগ পুলিশ লাইনসে টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গণপূর্তের নির্মাণাধীন তিনটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের ১৫টি স্থাপনা পরিদর্শন এবং মশার লার্ভা পাওয়ায় গ্রীন এগ্রো ট্যানারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা; কাজী আলাউদ্দিন রোড এলাকায় ২৫টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং আজাহার মার্কেট কর্তৃপক্ষকে ৫০ হাজার ও একটি ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা; ৫০ নং ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার ২০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং একটি একটি বাড়ি ও একটি দোকান মালিককে ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জনতাবাগ, দনিয়া ও কদমতলী এলাকার অভিযানে আদালত ৫৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
ডিএনসিসির উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে ৪টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা, পল্লবী এলাকায় পরিচালিত অভিযানে ৫টি মামলায় ২ লাখ ৫ হাজার টাকা, বনানী বারিধারা এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে তিনটি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নেত্রকোনার কেন্দুয়ায় এক আইনজীবীকে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। কেন্দুয়া পৌর শহরের আরামবাগ এলাকায় গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওই আইনজীবীর নাম সঞ্জিত কুমার পণ্ডিত।
৭ মিনিট আগেবিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের ফার্নেস অয়েল কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে তাঁর খামারবাড়িসংলগ্ন কারখানায় শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার নামে ৮২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) ও একই উপজেলার তাসলিমা আক্তার (৩৫)। আজ শনিবার বিকেলে র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে
২৩ মিনিট আগেদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সে জন্য একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে। সংস্কারের ধুয়া দিয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া। সেটির পাশাপাশি নির্বাচন, গণতন্ত
৩২ মিনিট আগে