Ajker Patrika

৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৭: ২৮
৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২ শতাংশ তরুণ-তরুণী ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আর ৪৪ শতাংশ মনে করেন বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ তবে ৬৩ শতাংশ বলছেন গত পাঁচ বছরে দেশ শান্তির দিকে এগোয়নি। আর ৪২ শতাংশ তরুণ দেশের বাইরে চলে যেতে যান। অন্যদিকে ৬০ শতাংশ তরুণ দেশকে নিয়ে আশাবাদী। 

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে মেডোনা সেন্টারে সকাল ১১টায় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারে (বিওয়াইএলসি) আয়োজিত সংবাদ সম্মেলনে একটি জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। গবেষণা জরিপটি ১৬ থেকে ৩৫ বছর বয়সী ৫ হাজার ৬০৯ জনের ওপর পরিচালনা করা হয়। নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে জরিপটি পরিচালনা করা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাস জুড়ে। 

বিওয়াইএলসি প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের আগে তরুণদের নিয়ে এই জরিপটি পরিচালনা করে থাকে। সমসাময়িক বাংলাদেশে যুব সমাজের অবস্থান এবং ভবিষ্যৎ চিন্তা নিয়ে বিওয়াইএলসি ও সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃক যৌথভাবে এই জরিপ পরিচালনা করা হয়েছে। 

জরিপের ফলাফল উপস্থাপন করেন হোসাইন মোহাম্মদ ওমর খৈয়াম ও আবুল খায়ের সজীব। 

জরিপে বলা হয়, দেশে আগামীতে যেকোনো নির্বাচনে ৭৪ শতাংশ তরুণ (১৬-৩৫ বছর) ভোট দিতে চায়। তবে বয়সের ক্ষেত্রে (১৮-৩৫ বছর) আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৭২ শতাংশ তরুণ ভোট দিতে চায়। 

বলা হয়েছে, ৭১ দশমিক ৫ শতাংশ তরুণ-তরুণী খোলাখুলি ভাবে যেকোনো প্ল্যাটফর্মে তাদের মতামত দিতে ভয় পান বা নিরাপদ মনে করেন না। ৮৮ দশমিক ৮ শতাংশ মনে করেন দেশে দুর্নীতি রোধ করা হোক। এটা তাদের প্রধান চাওয়া। ৬৭ দশমিক ৩ শতাংশ চান বেকারত্ব দূর হোক ও দক্ষতা কেন্দ্রিক চাকরির বাজার তৈরি হোক। ৪৪ দশমিক ৭ শতাংশ মনে করেন বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। ৫৫ দশমিক ৩ শতাংশ মনে করেন বাংলাদেশ শান্তিপূর্ণ নয়। ৪২ দশমিক ৭ শতাংশ মনে করেন দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। ৪২ শতাংশ বাংলাদেশ ছাড়তে চান এর মধ্যে ৮৫ শতাংশ বাংলাদেশে ফিরতে চান যদি বাংলাদেশের আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, চাকরি, শিক্ষা এগুলোর উন্নতি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত