নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার বিশেষ ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা জজ আহসান হাবীব শাহীন মারা গেছেন। আজ শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিচার বিভাগে সবার কাছে প্রিয়মুখ ছিলেন আহসান হাবীব শাহীন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। ঢাকার সিনিয়র জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তবে সর্বশেষ ১৫ সেপ্টেম্বর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ২০২২ সালে ক্যানসার ধরা পড়ে আহসান হাবীবের শরীরে। এরপর সিঙ্গাপুর, ভারতেও চলেছে চিকিৎসা।
আহসান হাবীব ২০১০ সালে সহকারী জজ হিসেবে রাজশাহীতে কর্মজীবন শুরু করেন। এরপর ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যশোর জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবেও কাজ করে সুনাম অর্জন করেন। সর্বশেষ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে পল্লী বিদ্যুৎ বোর্ডে ঢাকায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন তিনি।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় জন্ম নেওয়া আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর স্ত্রী, দুই ছেলে ও মা-বাবা রয়েছেন। গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হবে।
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক
আহসান হাবীবের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এ ইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া।
শোকবার্তায় জানানো হয়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব দুরারোগ্য ক্যানসারের কাছে হেরে সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দান করুন।
ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনও আহসান হাবীবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
ঢাকার বিশেষ ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা জজ আহসান হাবীব শাহীন মারা গেছেন। আজ শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিচার বিভাগে সবার কাছে প্রিয়মুখ ছিলেন আহসান হাবীব শাহীন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। ঢাকার সিনিয়র জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তবে সর্বশেষ ১৫ সেপ্টেম্বর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ২০২২ সালে ক্যানসার ধরা পড়ে আহসান হাবীবের শরীরে। এরপর সিঙ্গাপুর, ভারতেও চলেছে চিকিৎসা।
আহসান হাবীব ২০১০ সালে সহকারী জজ হিসেবে রাজশাহীতে কর্মজীবন শুরু করেন। এরপর ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যশোর জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবেও কাজ করে সুনাম অর্জন করেন। সর্বশেষ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে পল্লী বিদ্যুৎ বোর্ডে ঢাকায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন তিনি।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় জন্ম নেওয়া আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর স্ত্রী, দুই ছেলে ও মা-বাবা রয়েছেন। গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হবে।
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক
আহসান হাবীবের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এ ইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া।
শোকবার্তায় জানানো হয়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব দুরারোগ্য ক্যানসারের কাছে হেরে সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দান করুন।
ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনও আহসান হাবীবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও ফ্লাইওভার ঢালে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বাউফল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক...
২ ঘণ্টা আগেকারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. আবু তালেব হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ রোববার সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
২ ঘণ্টা আগেময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল শাখার দুই নেতাকে ঘিরে তুমুল সমালোচনা চলছে। ছাত্রলীগকে পুনর্বাসনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ।
২ ঘণ্টা আগে